সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবাণু ছড়িয়ে সন্ত্রাসের ছক চিনের! কৃমির মতো দেখতে কোনও কীট প্লাস্টিকের প্যাকেটে গোপনে পাচার করতে গিয়ে আমেরিকার ডেট্রয়েট বিমানবন্দর থেকে গ্রেপ্তার চিনের এক মহিলা গবেষক। ধৃতের বিরুদ্ধে বেআইনি জৈব সামগ্রী পাচারের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর এফবিআই। দপ্তরের প্রধান কাশ প্যাটেল নিজের সোশাল মিডিয়া পোস্টে গোটা ঘটনার কথা জানিয়েছেন।
Yesterday, @FBIDetroit arrested a second Chinese national on charges of smuggling biological materials into the U.S. and lying to federal agents.
This individual is Chengxuan Han, a citizen of the People’s Republic of China and a Ph.D. student in Wuhan, China. Han is the third… pic.twitter.com/TE4tJgtJQi
— FBI Director Kash Patel (@FBIDirectorKash) June 9, 2025
ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, চিনের ইউহান প্রদেশের বাসিন্দা চেংজুয়ান হান। তিনি ইউহানের হুয়াঝং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে স্নাতক হওয়ার পর আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র জন্য এসেছিলেন। কিন্তু তার ফাঁকেই জীবাণু পাচার কাণ্ডে নাম জড়ায়। গত ৮ তারিখ ডেট্রয়েট বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁর জিনিসপত্র পরীক্ষা করার সময় দেখা যায়, চারটি প্যাকেট রয়েছে তাঁর কাছে। পরীক্ষায় ধরা পড়ে, ওই প্যাকেটে রয়েছে গোলকৃমি জাতীয় কোনও এক অণুজীব। সেটি মিশিগানেরই এক ল্যাবে পাচার করা হচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আরও জানা গিয়েছে, এর আগের দিনই ওইসব প্যাকেটগুলি আনিয়েছিলেন তিনি, এমনকী নিজের শরীরে লাগানো ইলেকট্রনিক ডিভাইসটিও খুলে ফেলেন।
এটাই প্রথম নয়। গত সপ্তাহে আমেরিকায় বিষাক্ত ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে চিনের বিজ্ঞানী দম্পতি। তাঁরা ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ান এবং ৩৪ বছর বয়সী জুনিয়ং লিউ। মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জিয়ানকে এই ছত্রাক পাঠান লিউ। দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই দুই চিনা বিজ্ঞানী ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের এই ভয়ংকর ছত্রাক আমেরিকায় পাচারের ষড়যন্ত্র করেছিলেন। এই ছত্রাক গম, বার্লি, ভুট্টা ও ধানের মতো ফসলের ‘হেড ব্লাইট’ রোগের কারণ। বিষয়টিকে আমেরিকার বিরুদ্ধে চিনের ‘কৃষি-সন্ত্রাস’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। এবার হানের গ্রেপ্তারিতে এই আশঙ্কা আরও বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.