Advertisement
Advertisement
Trump and Putin

ট্রাম্প-পুতিনের কথাই হয়নি! ফোনালাপ নিয়ে মার্কিন সংবাদপত্রের খবর নাকচ রাশিয়ার

পুতিনকে ফোন করে যুদ্ধের ঝাঁজ না বাড়ানোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের।

Russia dismiss report of conversation between Trump and Putin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 1:05 pm
  • Updated:November 12, 2024 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ফোনে ভ্লাদিমির পুতিনকে বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প! এমনটাই দাবি করেছিল বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। কিন্তু সেই খবর নস্যাৎ করে দিয়েছে ক্রেমলিন। তাদের দাবি, এই তথ্য একেবারে ভুল। ফোনে দুই রাষ্ট্রপ্রধানের কথাই হয়নি।

সোমবার খবর ছড়ায়, প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। শোনা গিয়েছে, ট্রাম্প নিজেই ফোন করেছিলেন পুতিনকে। আগামী দিনে পুতিন যেন আর যুদ্ধ না বাড়ান, এমনটাই বার্তা দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। এই খবর প্রকাশ করে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের দাবি, গোটা ঘটনা প্রসঙ্গে ওয়াকিবহাল কয়েকজনের কথার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

Advertisement

কিন্তু ওয়াশিংটন পোস্টের এই দাবিকে ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্পষ্ট বলেন, “এই তথ্য একেবারে ভুয়ো। রুশ প্রেসিডেন্টের সঙ্গে হবু মার্কিন প্রেসিডেন্টের কোনও কথা হয়নি।” উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের দাবি ছিল, ফ্লোরিডায় নিজের বিলাসবহুল বাংলো থেকেই রিপাবলিকান নেতা ফোন করেন রুশ প্রেসিডেন্টকে। তাঁকে বলেন, ক্রেমলিন যেন আগামী দিনে যুদ্ধের ঝাঁজ না বাড়ায়।

প্রসঙ্গত, বিপুল ভোটে জিতে দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। তার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক রাষ্ট্রপ্রধান ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ক্রেমলিনের তরফে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়নি। তবে দিনকয়েক পরে সোচিতে আয়োজিত ভালদাই ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, “বিপুল ভোটে জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাই।” একে অপরের সঙ্গে কথা বলার ইচ্ছাপ্রকাশও করেন দুই নেতা। কিন্তু এখনও তাঁদের মধ্যে কোনও কথা হয়নি বলেই দাবি রাশিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement