Advertisement
Advertisement

Breaking News

Russia

হামলার পালটা মার! ইউক্রেনের অন্দরে এক ঝাঁক রুশ ড্রোনের হানা, মুহুর্মুহু পড়ল বোমা

গত সপ্তাহেই ইউক্রেন সফরে গিয়ে শান্তির বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Russia launches massive drone attack on Ukraine
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 26, 2024 4:24 pm
  • Updated:August 26, 2024 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে আরও ভয়ংকর হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তেড়েফুঁড়ে উঠেছে যুযুধান দুদেশ। হামলা পালটা হামলা অব্যাহত। ইউক্রেনের আক্রমণের বদলা নিতে ফের কিয়েভে ভয়ংকর হামলা চালিয়েছে এক ঝাঁক রুশ ড্রোন। কিয়েভের নানা প্রান্তে আছড়ে পড়েছে বোমাও। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি ও ভবন।

গত কয়েকমাসে ইউক্রেনে আক্রমণে ধার বাড়িয়েছে রাশিয়া। কিন্তু পিছু হঠেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি আগস্ট মাসেই ইউক্রেনীয় বাহিনী কার্স্ক অঞ্চলে ঢুকে পড়ে। হামলা চলছে সেখানে। রয়টার্স সূত্রে খবর, সোমবার রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় ফৌজ। সেদেশের একটি বহুতলে আঘাত হানে ইউক্রেনের ড্রোন। মহিলা-সহ বেশ কয়েকজন আহত হন এই হামলায়। এর পরই এদিন পালটা কিয়েভে হামলা চালায় রুশ ফৌজ। ইউক্রেনের সেনা জানিয়েছে, ড্রোনের পাশাপাশি 11 TU-95 নামের অত্যাধুনিক বোমারু বিমান দিয়েও হামলা চালানো হয়েছে। এছাড়াও কিয়েভের নানা প্রান্তে ধেয়ে আসে একের পর এক মিসাইল। প্রসঙ্গত, ২৪ আগস্ট, শনিবার ছিল ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেদিনও দেশটির বুকে আক্রমণ শানায় রাশিয়া।

Advertisement

[আরও পড়ুন: আইসিস জঙ্গিদের কায়দায় হত্যালীলা! পাকিস্তানে বাস থেকে নামিয়ে বেছে বেছে ২৩ জনকে খুন

উল্লেখ্য, ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাঁধভাঙা জলের জেলেনস্কির দেশে ঢুকে পড়ে রুশ ফৌজ। তার পর থেকে জারি রয়েছে লড়াই। দীর্ঘসময় ধরে যুদ্ধ করার ফলে গত কয়েকমাস ধরে রণক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছিল কিয়েভকে। কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। যেভাবে পুতিন বাহিনী ইউক্রেনে ঢুকে অভিযান শুরু করেছিল এবার সেভাবেই কার্স্কে ঢুকে আক্রমণ শানাচ্ছে ইউক্রেনীয় ফৌজ। কার্স্কে দুই সেনাবাহিনীর লড়াই চলছে।

গত সপ্তাহেই ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধের সমস্ত ক্ষত চিহ্ন ঘুরে দেখেন তিনি। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বেদনা প্রকাশ করে নিষ্পাপ শিশুদের যুদ্ধের বলি হওয়ার জন্য। এর পরই বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা। মোদি যুদ্ধ থামানোর পথ খুঁজতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন জেলেনস্কিকে। কিন্তু আপাতত সেকথায় কোনও কাজ হচ্ছে না। আক্রমণ পালটা আক্রমণে জারি রয়েছে দুপক্ষের লড়াই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement