রুশ হামলায় জ্বলছে ইউক্রেন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত নরকে পরিণত হল ইউক্রেন। রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। সেই হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন। ঘটনার মর্মান্তিক সব ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে অসংখ্য মৃতদেহ। আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার মাঝেই এই হামলায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ বছর ধরে চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দিন আগেই এই বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন। শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা প্রক্রিয়া যখন ধাপে ধাপে অগ্রসর হতে শুরু করেছে ঠিক সেই সময়ে এই হামলা প্রশ্ন তুলছে রাশিয়া কী আদৌ শান্তি চায়?
এই হামলার ঘটনায় রবিবার ইউক্রেনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “রাশিয়া এদিন সুমি শহরে ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়ে। এই হামলা ঠিক সেই সময়ে চালানো হয়েছে যখন রাস্তায় মানুষের ভিড় অত্যন্ত বেশি ছিল। রাস্তায় থাকা যানবাহন ও অসংখ্য বাড়ির উপর আছড়ে পড়ে মিসাইল। এই হামলায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে ২১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৭ শিশু-সহ কম করে ৮৩ জন্য আহত হয়েছেন।” ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তার উপর ছড়িয়ে রয়েছে মৃতদেহ তার মধ্য থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এলাকার মানুষ।
এই হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি জানান, ”পরিকল্পিতভাবে ভিড়ে ঠাসা অঞ্চলগুলিকে নিশানা করছে রাশিয়া। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালগুলিকে নিশানা করা হচ্ছে। এবার হামলা চালানো হল বেছে বেছে সেই সময় যেদিন প্রার্থনার জন্য সাধারণ মানুষ গির্জায় যান।” একইসঙ্গে তিনি জানান, “যুদ্ধ থামাতে আলোচনা চলছে ঠিকই, তবে সেই আলোচনা রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বন্ধ করতে পারছে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.