সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের পাশেই রাশিয়া। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো, সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েল-ইরানের সংঘর্ষবিরতির জন্য মধ্যস্থতায় তৈরি ক্রেমলিন। বিষয়টি নিয়ে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গেও কথা বলছেন পুতিন।
রুশ সংবাদমাধ্যম টাস-কে পুতিন জানান, “ইরানি সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুশেহর শহরে (ইরান) আমাদের প্রায় ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। সেই কর্মসূচি ছেড়ে আমরা চলে আসিনি। এটা কি সমর্থন নয়?” সাফ জানিয়েছেন, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান। এরপরই পুতিন জানান, “ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো। চাইলেই চুক্তিবদ্ধ হতে পারে দু’দেশ! যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকে। আবার ইজরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও কমে।” বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া। ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে। জানালেন পুতিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের বিবৃতি, “পুতিন জানিয়েছেন, মধ্যস্থতায় তৈরি রাশিয়া। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথাও বলছেন তিনি।”
শুধু আমেরিকা নয়, ইরানের ঘোষিত শত্রু ইজরায়েলও। বলা ভালো, ইহুদিরা। তাদের খতম করতে বদ্ধপরিকর তেহরান। কার্যত সেই উদ্দেশেই, দেশের মাটিতে আণবিক অস্ত্র বানাতে বদ্ধপরিকর তারা। যদিও সর্বসম্মুখে তেহরানের দাবি, মানবিক কল্যাণ, বিদ্যুত উৎপাদনের জন্য় ইউরেনিয়ামের ভাণ্ডার বৃদ্ধি করছে তারা। একই সুর রাশিয়ার গলাতেও। তাদের দাবি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশীদার মস্কো। যদিও তাদের দাবি মানতে নারাজ আমেরিকা। সাফ জানিয়েছে, ইরানের আণবিক শক্তির ভাণ্ডার বাড়ানোর পরিকল্পনার বিরোধী তারা। এর অন্যথা হলে প্রয়োজনে হামলা চালাবে আমেরিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.