Advertisement
Advertisement
Iran Israel War

গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে! আমেরিকাকে যুদ্ধ বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার, রণহুঙ্কার থামাবেন ট্রাম্প?

ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে তেহরানকে সাহায্য করবে মস্কো।

Russia warns US over military intervention in Iran Israel War
Published by: Anwesha Adhikary
  • Posted:June 19, 2025 6:03 pm
  • Updated:June 19, 2025 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা যেন ভুলেও নাক না গলায়। ওয়াশিংটনকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিল রাশিয়া। বৃহস্পতিবারই ক্রেমলিন জানিয়েছিল, পরমাণু বোমা তৈরিতে তারা তেহরানের পাশে থাকবে। তারপরেই সোজাসুজি আমেরিকাকে বার্তা দিল রাশিয়া। তাদের মতে, যেভাবে ইরানের উপর হামলা হচ্ছে তাতে সমগ্র পৃথিবীই এক বড়সড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। 

Advertisement

বুধবার রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী সের্গেই র‍্যাবকভ বলেছিলেন, আমেরিকা যেন ইজরায়েলকে সরাসরি কোনও সামরিক সাহায্য না দেয়। তিনি স্পষ্ট বলেন, “ইজরায়েলকে সাহায্য করার বিষয়টি যেন চিন্তাও না করে আমেরিকা। কারণ আমেরিকা এমন সিদ্ধান্ত নিলে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তাই আমরা ওয়াশিংটনকে সতর্ক করে বলছি তারা যেন ইজরায়েলে সামরিক সাহায্য না পাঠায়।”

তবে এবার আরও একধাপ এগিয়ে গিয়ে আমেরিকাকে যুদ্ধ থেকেই দূরে থাকার হুঁশিয়ারি দিল রাশিয়া। বৃহস্পতিবার দুপুরে রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “আমরা ওয়াশিংটনকে বিশেষ করে সতর্ক করছি, তারা যেন কোনওরকমভাবেই যুদ্ধের পথে না হাঁটে। কারণ আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা অত্যন্ত বিপজ্জনক হবে। কতখানি নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা আন্দাজ করাও কঠিন।” জাখারোভা আরও বলেন, ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে যেভাবে হামলা হচ্ছে তাতে গোটা বিশ্ব খুব বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো। পুতিনের কথায়, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান। তবে ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো। প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ইরান-ইজরায়েল সংঘাতের এসপার-ওসপার হয়ে যাবে বলে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রতি ট্রাম্পের বার্তা, “গুড লাক।” কার্যত রণহুঙ্কার দিতে থাকা আমেরিকার প্রতি এবার সতর্কবার্তা দিল রাশিয়া। এবার কি থামবে আমেরিকার আস্ফালন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement