Advertisement
Advertisement
S Jaishankar

‘পাপের ফল ভুগছে’, ‘অকেজো’ পাকিস্তানকে রাষ্ট্রসংঘে তোপ জয়শংকরের

জয়শংকরের দাবি, পাকিস্তানের জিডিপি নির্ধারণ করা হয় তাদের উগ্রপন্থা আর সন্ত্রাসবাদ দিয়ে।

S Jaishankar slams Pakistan at United Nations

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 29, 2024 10:36 am
  • Updated:September 29, 2024 10:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান ‘পাপ’ করার ফল ভুগছে। সেই জন্যই আন্তর্জাতিক দরবারে পিছিয়ে পড়েছে তারা। পড়শি দেশকে খোঁচা দিয়ে জয়শংকরের দাবি, পাকিস্তানের জিডিপি নির্ধারণ করা হয় তাদের উগ্রপন্থা আর সন্ত্রাসবাদ দিয়ে। উল্লেখ্য, কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রসংঘে ভারতকে আক্রমণ করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শরিফ দাবি করেন, ভারত জম্মু ও কাশ্মীরে ‘একতরফা’ ও ‘বেআইনি’ কার্যকলাপ চালায়। উদাহরণ হিসেবে তিনি ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ তোলেন। পাশাপাশি তিনি বলেন, ”ওই এলাকায় পারস্পরিক বোঝাপড়া তৈরির জন্য পাকিস্তানের দেওয়া সমস্ত প্রস্তাব উড়িয়ে দিয়েছে ভারত। ওদের নেতৃত্ব নিয়ন্ত্রণরেখা পেরনো এবং আজাদ কাশ্মীরের দখল নেওয়ার হুমকি দেয়।” তবে সঙ্গে সঙ্গেই পাক প্রধানমন্ত্রীকে পালটা দিয়েছে ভার‍ত।

Advertisement

শাহবাজের বক্তব্যের জবাব দিতে শনিবার রাষ্ট্রসংঘে ভাষণ দেন জয়শংকর। সাফ জানিয়ে দেন, “বেশ কয়েকটি দেশ পিছিয়ে পড়েছে কারণ কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাদের সাধ্যের বাইরে। কিন্তু কয়েকটি দেশ আছে যারা জেনে বুঝেই এমন সিদ্ধান্ত নেয় যা বিপর্যয় ডেকে আনে। সেরকম দেশের অন্যতম উদাহরণ হল আমাদের পড়শি পাকিস্তান। তাদের কুকর্মের ফল ভুগতে হয় অন্যদেরও, বিশেষত প্রতিবেশীদের।”

এখানেই না থেমে জয়শংকরের খোঁচা, পাকিস্তানের রাষ্ট্রনীতি সেদেশের আমজনতাকে উন্মাদ করে তুলেছে। সেজন্য পাকিস্তানের জিডিপি নির্ধারিত হয় উগ্রপন্থার মাধ্যমে। সন্ত্রাস ছড়ানোর উপরেই ভিত্তি করে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি। তাই বর্তমান পরিস্থিতির জন্য গোটা বিশ্বের দিকে আঙুল না তুলে পাকিস্তানের উচিত নিজেদের ‘পাপ’ খেয়াল করা। ‘অন্যের জমি দখল করে থাকা একটা অকেজো রাষ্ট্র’ বলেও পাকিস্তানকে তোপ দাগেন বিদেশমন্ত্রী। কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর অভিযোগেও পড়শিকে একহাত নিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement