Advertisement
Advertisement
US poll

লালে-নীলে হাড্ডাহাড্ডি লড়াই! ফল ঘোষণা কখন?

মার্কিন মসনদে কে তা জানতে কেবল আমেরিকাই নয়, মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে কাঁটায় কাঁটায় টক্কর চলছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের।

US poll: vote open with Trump, Harris locked in a tight race
Published by: Biswadip Dey
  • Posted:November 5, 2024 8:31 pm
  • Updated:November 6, 2024 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার ‘ইলেকশন ডে’। মার্কিন মসনদে কে তা জানতে কেবল আমেরিকাই নয়, মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে কাঁটায় কাঁটায় টক্কর চলছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের।

এতদিন হওয়া বিভিন্ন সমীক্ষায় একে অপরকে পিছনে ফেলছেন কমলা ও ট্রাম্প। তবে তাঁদের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন) ভোটের ফলাফলের ভিত্তিতে। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেই হিসেবেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত সপ্তাহের তুলনায় শেষ প্রাপ্ত হিসেবে দেখা যাচ্ছে নর্থ ক্যারোলিনা ট্রাম্পের দখলে রয়েছে। যদিও তাঁর সমর্থন কিছুটা কমেছে। একই ভাবে জর্জিয়া ও অ্যারিজোনাতেও ট্রাম্প ০.৩ শতাংশ করে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস কিন্তু বাকি চারটি পেনসিলভ্যানিয়া, নেভাদা, উইসকনসিন ও মিচিগানে এগিয়ে রয়েছেন।

Advertisement

মঙ্গলবার মার্কিন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। অ্যারিজোনা, লোওয়া, ওকলাহোমা, টেক্সাস, কলোরাডো, উইসকনসিন, টেনেসে, নেবারস্কা, আরকানসাস, নিউ মেক্সিকো, উটাহ, মিসিসিপির পাশাপাশি মিনেসোটা, মন্টানা, উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটার একাংশে ভোট শুরু হয়। ১১টা থেকে ওয়াশিংটন ও আলাস্কায় ভোট শুরু হবে। দুপুর বারোটায় ভোটগ্রহণ শুরু হবে হাওয়াই দ্বীপপুঞ্জে। বাকি প্রদেশগুলির ভোটাভুটি শুরু হয়েছে আরও সকালে।

কোন সময় থেকে প্রদেশভিত্তিক গণনা শুরু হবে? মঙ্গলবার ‘ইস্টার্ন টাইম জোন’-এ সন্ধ্যা ৬টায় তা শুরু হওয়ার কথা। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোর থেকে। তার পর কয়েক ঘণ্টার মধ্যেই বোঝা যাবে হাওয়া কোনদিকে। উল্লেখ করা দরকার, প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনের সব ক’টির ভোটগ্রহণও কিন্তু চলছে এই মুহূর্তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement