Advertisement
Advertisement

Breaking News

US Supreme Court

ভারতের বড় কূটনৈতিক জয়, ২৬/১১-র অন্যতম চক্রী রানাকে প্রত্যর্পণে সিলমোহর আমেরিকার

শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় অভিযুক্তর আবেদন।

US Supreme Court clears extradition of Mumbai attack Tahawwur Rana to India
Published by: Sulaya Singha
  • Posted:January 25, 2025 10:03 am
  • Updated:January 25, 2025 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পেল ভারত। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট। পাক নাগরিক রানা কানাডার বাসিন্দা। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে এবার তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিল শীর্ষ আদালত।

এই মামলার আইনজীবী উজ্জ্বল নিকম জানান, “ভারতের জন্য এটি বিরাট জয়। মার্কিন সুপ্রিম কোর্ট রানার আবেদন খারিজ করে দেয়। ট্রাম্প সরকার যে দ্রুত অভিযুক্তকে ভারতে পাঠাতে চলেছে, এই সিদ্ধান্তে আমি উচ্ছ্বসিত।”

Advertisement

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী কানাডার নাগরিক রানা রয়েছে লস অ্যাঞ্জেলসের ডিটেনশন সেন্টারে। মুম্বইয়ে হওয়া ভয়াবহ হামলায় ছয় মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ২০২০ সালে স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু ভারতের প্রত্যর্পণের আবেদনে খুনের মামলায় ফের তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৩ সালে তার বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করে মুম্বই পুলিশ। তখনই জানা যায়, দীর্ঘ টানাপোড়েনের পর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। মুম্বই পুলিশের চার্জশিটের ফলে রানার প্রত্যার্পণ তরান্বিত হয়। গত বছর আগস্টে মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। আর এবার তাতেই সিলমোহর দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, শৈশবের বন্ধু পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলি যে হামলার সঙ্গে যুক্ত, তা জানত রানা (Tahawwur Rana)। এ ব্যাপারে হেডলিকে সাহায্য করেছিল সে। হামলার জন্য হেডলি কী পরিকল্পনা নিয়েছিল, রানা সবই জানত। পরে তদন্তকারীদের কাছে রানার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় হেডলি। ২০০৮ সালের ২৬ নভেম্বর দশ জঙ্গি হামলা চালায় মুম্বই শহরের একাধিক জায়গায়। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হন অসংখ্য মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement