Advertisement
Advertisement
Donald Trump

ট্রাম্পের জয়ে পড়ল ইরানের টাকার দাম, কী বলছে হামাস?

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “এই জয় ঐতিহাসিক।''

Value of Iran currency drops after Donald Trump victory
Published by: Biswadip Dey
  • Posted:November 6, 2024 9:52 am
  • Updated:November 7, 2024 12:22 am  

প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোট পেয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২৭০-এর ম্যাজিক ফিগার পার করে ফেলেছেন তিনি। রিপাবলিকান প্রার্থীর কাছে ধরাশয়ী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস। আমেরিকার নানা প্রান্তে আনন্দে মেতেছেন রিপাবলিকানরা। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ট্রাম্পও। তবে ট্রাম্পকে হার স্বীকার করার বার্তা দেবেন কমলা, এমনটাই সূত্রের দাবি। 

রাত ১১ প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর প্রথম ভাষণ দেবেন কমলা হ্যারিস। সূত্রের খবর, হাভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন। সেখানে ট্রাম্পকে তিনি বার্তা দেবেন, রিপাবলিকান প্রার্থী যেন নিজের হার স্বীকার করে নেন। এমনটাই জানা গিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রে। 

Advertisement

৯টা ৩০: ফের একবার আমেরিকার মসনদ দখল করার জন্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে শুভেচ্ছা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। 

৯টা: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার ডোনাল্ড ট্রাম্প জিততেই বেনজির ধাক্কা খায় ইরানের মুদ্রা রায়াল। সব রেকর্ড ভেঙে ইরানের মুদ্রার দামে সর্বকালীন পতন ঘটে। এদিকে, ট্রাম্পের জয় নিয়ে মুখ খুলেছে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘আগামী দিনে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের উপর নজর রাখা হবে। প্যালেস্টাইন নিয়ে তাদের কী চিন্তাভাবনা সেদিকে আমাদের নজর থাকবে। সেই ভিত্তিতেই আগামী দিনে সম্পর্কের কথা ভাবা হবে।’ 

ইরানের এক সংবাদপত্রে উঠে এসেছে কমলা-ট্রাম্প ভোটযুদ্ধ।

৮টা ৩০: ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন মুজিবকন্যা শেখ হাসিনার। আজ শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে আওয়ামি লিগ লেখে, ‘আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসেছেন তিনি। সেই স্মৃতিচারণা করেছেন শেখ হাসিনা। তাঁর আশা দ্বিতীয়বার প্রেসিডেন্টের আসনে ডোনাল্ড ট্রাম্প বসার পর আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে। শেখ হাসিনার আশা করছেন ফের একবার তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।”

 

৭টা ৩০: রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে নির্বাচনে জয়লাভের জন্য শুভেচ্ছা জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।  

 

৬টা ৪০: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ‘নতুন অধ্যায়’ চায় তালিবান।

বিকাল ৫টা ৩০: রুশ প্রেসিডেন্ট পুতিন এখনই ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে নারাজ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে ভুললেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা। গত সেপ্টেম্বর মাসে আমি ওঁর সঙ্গে বৈঠকে বসেছিলাম। রাশিয়ার বিরুদ্ধে লড়াই ও জয় নিশ্চিত করার নকশা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল। আগামিদিনে আমেরিকা-ইউক্রেন সম্পর্ক আরও মজবুত হবে।’

৪টে ৫০: ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে অভিনন্দন জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘দুরন্ত প্রত্যাবর্তন। অনেক অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে। হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা হবে। ইজরায়েল- আমেরিকার বন্ধন আরও মজবুত হবে।’

৪টে ৪০: শেষ পাওয়া খবর মোতাবেক কে কোথায় দাঁড়িয়ে? 

৪.৩০: এখনই ট্রাম্পকে শুভেচ্ছা নয় পুতিনের, জানাল ক্রেমলিন। রিপাবলিকান নেতা মার্কিন মসনদে বসে কী করেন, সেদিকেই নজর রাখা হবে বলে জানাচ্ছে রাশিয়া।

৪টে: ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

২টো: ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অনেক শুভেচ্ছা। আমি আগামিদিনে তাঁর সাফল্য কামনা করি। আমি খুবই আগ্রহী আমাদের সম্পর্কে পুনর্জীবিত করার জন্য। এই বন্ধন কৌশলগত দিক দিয়ে ভারত-আমেরিকাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও মানবকল্যাণে আমরা একযোগে কাজ করব।’ 

১টা ৪৫: ‘সুইং স্টেটে’র ৭টিতেই জয়ের পথে ট্রাম্প। জর্জিয়া, পেনসিলভেনিয়াতে, নর্থ করোলিনায় ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে ট্রাম্পকে। বাকি ৪টিতে এগিয়ে রয়েছেন তিনি। 

১টা ৩৫: জিতেই স্ত্রী মেলানিয়াকে চুমু খেলেন ট্রাম্প। বিজয় ভাষণ থামিয়ে কাছে টেনে নিলেন সহধর্মিনীকে। ৫৩৮ আসনের ইলেক্টোরাল কলেজের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৭০ পেরতে পারলেই আমেরিকার প্রেসিডেন্ট পদের রাস্তা মসৃণ হয়। ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই ২৬৭ ছুঁয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তার পরই ফ্লোরিডায় দলের সদস্য, সমর্থকদের জমায়েতে ভাষণ দিলেন তিনি। পাশে দাঁড়িয়ে ধূসর ডিজাইনার টু পিসে স্ত্রী মেলানিয়া। বক্তব্যের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে তাঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। 

১টা ৩০: দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, “এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা।” বর্ষীয়ান নেতা দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তার সরকার। 

১টা ৫: ম্যাজিক ফিগার স্পর্শ স্রেফ সময়ের অপেক্ষা। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, ট্রাম্প চলে গিয়েছেন ২৬৭-তে। কমলা হ্যারিস দাঁড়িয়ে ২১৪-তেই। ‘বিজয়ী ভাষণ’ দিতে গিয়ে ট্রাম্প বললেন, ”আমেরিকাবাসীকে ধন্যবাদ। আমি আপনাদের পরিবারের অংশ।” নতুন আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হবে, আশ্বাস বর্ষীয়ান রিপাবলিকান নেতার। 

১টা: ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী আমিশ শাহ এগিয়ে অ্যারিজোনায় মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের আসনে। 

১২টা ৫৫: 

১২টা ৫০: অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আগাম শুভেচ্ছা জানালেন। 

১২টা ৪৫: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের গণনা শেষের পথে। যদিও কোন দল এখানে জিতেছে তা নিশ্চিত করতে বেশ কয়েকদিন লাগবে বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত মেলা হিসেবে ডেমোক্র্যাটরা ১৬২টি এবং রিপাবলিকানরা ১৮৯টি আসনে এগিয়ে। 

১২টা ৪০: মার্কিন মুলুকে ছুটছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়রথ। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় কার্যত স্পষ্ট হতেই, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে বিরাট লাফ দিল ভারতের শেয়ার বাজার। বুধবার ৭০০ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। একইভাবে বেড়েছে নিফটি ফিফটিও।

১২টা ৩০: ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতে গিয়েছেন যে প্রদেশগুলিতে, সেগুলি হল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ডেলাওয়্যার, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, ওরেগন, রোড আইল্যান্ড, ভার্মন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন। 

১২টা ২০: এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে প্রদেশগুলিতে জিতে গিয়েছেন সেগুলি হল আলাবামা, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইডাহো, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নর্থ ক্যারোলিনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনেসে, টেক্সাস, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, ওয়োমিং। 

১২টা: এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ২৪৭ আসনে। তিনি পেয়েছেন ৫১.২ শতাংশ ভোট। কমলা হ্যারিস এগিয়ে ২১৪ আসনে। তাঁর প্রাপ্ত ভোট ৪৭.৪ শতাংশ। ক্রমেই ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। 

১১টা: ওহাইও এবং পশ্চিম ভার্জিনিয়ায় জিতে গিয়েছেন রিপাবলিকানরা। যার অর্থ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট চলে গেল রিপাবলিকানদের দখলে। অর্থাৎ আগামী বছর কংগ্রেসের একটি কক্ষ অন্তত ডোনাল্ড ট্রাম্পের দলের দখলে থাকবে তা নিশ্চিত হয়ে গেল। আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা দাঁড়াল ৫১। আর ডেমোক্র্যাটদের সংখ্যা ৪২। 

১০টা ৩০: কমলা হ্যারিস জিতেছেন হাওয়াইতেও। যার ফলে তাঁর ঝুলিতে আরও চার ইলেক্টোরাল ভোটও। এই আসনেও এই নিয়ে টানা ১০ বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী। শেষবার এখানে কোনও রিপাবলিকান নেতা জয় পেয়েছিলেন ১৯৮৪ সালে। তিনি রোনাল্ড রেগান। 

১০টা ২০: শেষ পাওয়া খবর থেকে দেখা যাচ্ছে, প্রাথমিক ট্রেন্ড টপকে লড়াইয়ে ফিরছেন কমলা হ্যারিস। এখনও পর্যন্ত তিনি এগিয়ে ২০৫ আসনে। ট্রাম্প এগিয়ে রয়েছেন ২৩০ আসনে। দুজনের মধ্যে ব্যবধান অনেকটা কমলেও অ্যাডভান্টেজ অবশ্য বর্ষীয়ান রিপাবলিকান নেতাই। প্রাপ্ত ভোটের হিসেবে এখনও পর্যন্ত  তিনি ও কমলা পেয়েছেন যথাক্রমে ৫১ শতাংশ এবং ৪৭.৬ শতাংশ ভোট।

১০টা ১৫: কমলা হ্যারিস জিতে গিয়েছেন ভার্জিনিয়াতে। যার ফলে তাঁর দখলে গিয়েছে আরও ১৩টি ইলেক্টোরাল ভোট। ২০০৮ সাল থেকেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতারাই এখানে জিতছেন।

১০টা ১০: আর এক ‘সুইং স্টেট’ পেনসিলভ্যানিয়াতেও কমলা হ্যারিসকে পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

১০টা: ‘সুইং স্টেট’ অ্যারিজোনায় এগিয়ে গিয়েছেন ট্রাম্প। এখনও পর্যন্ত ৫৩ শতাংশ ভোটগণনা হয়েছে। দেখা যাচ্ছে কমলাকে পিছনে ফেলে দিয়েছেন রিপাবলিকান নেতা।

৯টা ৩০:  ম্যাজিক ফিগার ২৭০-এর অনেকটা কাছেই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ২১৪টি ইলেক্টোরাল কলেজ রয়েছে। অনেকটাই পিছনে কমলা হ্যারিস। তাঁর সংগ্রহে ১৭৮।

৯টা ২০: কমলা ও ট্রাম্পের দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর (অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন) ভোটের ফলাফলের ভিত্তিতে। এখনও পর্যন্ত সেখানে ট্রাম্প এগিয়ে ৪-২ ফলাফলে। 

৯টা: প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির পাশাপাশি ১০০ সদস্যের সেনেটের ৩৪টি এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ৪৩৫ আসনেও হয়েছে নির্বাচন। সেখানে কাদের পাল্লা ভারী থাকে সেদিকেও নজর থাকবে সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement