সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ বছরে পা রেখেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জন্মদিনটা কাটিয়েছেন আবু ধাবিতে। আর সেখানেই তাঁকে রীতিমত চমকে দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। মেলোনিকে দেখে সটান হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তারপর জন্মদিনের উপহার হিসাবে ইটালির প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সুন্দর একটি স্কার্ফ। দুজনের এই আলাপচারিতা ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
আবু ধাবিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতেই মরু শহরে গিয়েছেন জর্জিয়া মেলোনি ও এডি রামা। রয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারাও। সম্মেলনের ফাঁকেই তাঁদের দুজনের সাক্ষাৎ হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মেলোনি আসতেই তাঁর সামনে হাঁটু গেড়ে বসে পড়েন এডি রামা। সঙ্গে সঙ্গে হাত জোর করে তাঁদের দিকে এগিয়ে যান মেলোনি। এরপর তাঁর হাতে একটি সুন্দর স্কার্ফ তুলে দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বাক্স থেকে স্কার্ফটি খুলে মেলোনির মাথাতেও পরিয়ে দেন। সেই মুহূর্তের ভিডিও বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
🇦🇱🇮🇹 Albanian PM Edi Rama knelt before Italian PM Giorgia Meloni during their visit to Abu Dhabi, presenting her with a scarf as a birthday gift and referring to her as “Your Majesty”.
He also tried to place the scarf over her head like a hijab. pic.twitter.com/QSqEuuBexM
— kos_data (@kos_data) January 15, 2025
জানা গিয়েছে, এই বিশেষ উপহারটি ইটালি ও আলবেনিয়া দুদেশের শক্তিশালী সাংস্কৃতিক সম্পর্ককে বহন করে। কারণ হালকা ওজনের অপূর্ব ওই স্কার্ফটি তৈরি করেছেন এক ইটালীয় ডিজাইনার। যিনি আলবেনিয়ার বাসিন্দা। জন্মদিনের এই উপহার খুবই পছন্দ হয়েছে মেলোনির। প্রসঙ্গ, অতি দক্ষিণপন্থী নেত্রী ও বেনিটো মুসোলিনির ভক্ত মেলোনি ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ২০২২ সালে তিনি ইটালির মসনদে বসেন। এদিকে, ২০১৩ সাল থেকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলাচ্ছেন সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান এডি রামা। তাঁর সঙ্গে মেলোনির সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। নানা ক্ষেত্রে দুদেশের কূটনৈতিক সম্পর্কও বেশ মজবুত। এই সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে মেলোনি ও এডি রামার মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.