Advertisement
Advertisement

Breaking News

দাবানলের গ্রাসে ক্যালিফোর্নিয়া, পুড়ে ছাই প্যারাডাইস প্রোডাকশন হাউস

লেডি গাগা এবং কিম কারদাশিয়ানকে নিরাপদ স্থানে সরিয়ে দেন দমকল কর্মীরা৷

Wildfire raging in California
Published by: Sayani Sen
  • Posted:November 10, 2018 5:28 pm
  • Updated:November 10, 2018 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুড়ে ছাই ছবির মতো সাজানো একের পর এক শহর। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া দাবানলের আগুনে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস প্রোডাকশন হাউসের সেটও৷ দাবানলে এখনও পর্যন্ত ন’জন মারা গিয়েছেন৷ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন লেডি গাগা এবং কিম কারদাশিয়ানও৷

[কৃত্রিমভাবে জন্ম দুই কন্যাসন্তানের, মিশেলের স্মৃতিকথায় উঠে এল অজানা তথ্য]

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকাই দাবানল ছড়িয়ে পড়ে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় বিউট কাউন্টিতে। ঝোড়ো হাওয়া আর শুকনো পাতায় ভয়াবহ আকার নেয় আগুন। দুপুরের মধ্যেই পুড়ে ছাই অন্তত ১৮ হাজার একর। মিনিটে অন্তত ৮০টি ফুটবল মাঠের সমান এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল৷ অন্তত ৭৫ হাজার বাড়ি খালি করে বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে৷ বাধ্য হয়েছে ঘরছাড়া হয়েছেন কিম কার্দাশিয়ান এবং লেডি গাগাও৷ নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারাডাইস শহর। পুড়ে ছাই হয়ে গিয়েছে গাছপালা। পোড়া বাড়িঘর, গাড়িতে ভরতি শহর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলগা থেকে কনকাউ, প্যারাডাইস সম্পূর্ণ আগুনের গ্রাসে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা শহর৷ ধোঁয়ার জন্য উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে। হাসপাতালগুলিও ফাঁকা করে দেওয়া হয়েছে। প্যারাডাইসের ১১টি আবাসিক স্কুলের সাড়ে তিন হাজার পড়ুয়াকে স্কুল বাসে করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। চাকরি থেকে অবসরপ্রাপ্ত অন্তত ২৭ হাজার প্রবীণকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। যদিও তাতে মৃত্যু আটকানো যায়নি৷ এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর মিলেছে।

Advertisement

[৭৫ জন কিশোরকে ‘ধর্ষণ’! গ্রেপ্তার HIV আক্রান্ত সার্জেন্ট]

প্যারাডাইসের এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির দরজার সামনে রাখা নিজের গাড়ি দেখতে পাচ্ছিলেন না তিনি। এদিকে আগুনের হলকা লাগছিল গায়ে। বুঝতে পেরেছিলেন, বাড়ির বাগানে ঢুকে পড়েছে আগুন। মৃত্যু নিশ্চিত ভেবে নিয়েছিলেন তিনি৷ যদিও এক দমকল কর্মীর চেষ্টায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি৷ প্যারাডাইসের একটি জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মর্গান ম্যাসন নামে এক তরুণী সোশ্যাল মিডিয়ায় সেকথা জানান। আরেক বাসিন্দা প্রায় হামাগুড়ি দিয়েই বাড়ি থেকে বেরোন৷ প্রাণে বাঁচলেও, চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট তাঁদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ