Advertisement
Advertisement

Breaking News

Shashi Tharoor

‘গোটা বিশ্ব এখন সত্যিটা জানে’, আমেরিকা সফর শেষ করে বার্তা থারুরের

আর কী বললেন থারুর?

World now knows truth: Shashi Tharoor-led delegation on Op Sindoor wraps up US visit
Published by: Subhodeep Mullick
  • Posted:June 9, 2025 12:13 pm
  • Updated:June 9, 2025 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের এই সফরের প্রধান উদ্দেশ্য সফল হয়েছে। গোটা বিশ্ব এখন সত্যিটা জানে। আমেরিকা সফর শেষ করে এমনই বার্তা দিলেন কংগ্রেস সাংসদ তথা ভারতের প্রতিনিধি দলের অন্যতম সদস্য শশী থারুর।

তিন দিনের ওয়াশিংটন সফরে থারুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ডেপুটি বিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এবং জঙ্গিবাদ নিয়ে ভারতের অবস্থানের কথা ওই বৈঠকে তুলে ধরেছেন থারুর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ বলেন, “আমাদের বৈঠক সদর্থক হয়েছে। ভান্স পহেলগাঁও হামলার কড়া নিন্দা করেছেন। পাশাপাশি, তিনি সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান এবং অপারেশনকেও পূর্ণ সমর্থন করেছেন।”

সফর শেষে থারুর তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি আমার মাতৃভূমি এবং বিদেশ থাকা সকল ভারতীয়দের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা খোলা মনে আমাদের কথা শুনেছেন। আপনারা বুঝতে পেরেছেন যে ভারত সর্বদাই শন্তির পক্ষে। জয় হিন্দ।’ মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুশ বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে পূর্ণ সমর্থন করে আমেরিকা। আগামীদিনেও জঙ্গিবাদকে শেষ করতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।

পহেলগাঁও হামলা এবং ভারত-পাক সংঘর্ষের পর রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাহারিন, কুয়েত, আলজেরিয়া, গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকার মতো দেশে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিরা। রাজনৈতিক নেতা এবং অভিজ্ঞ কূটনীতিকদের সমন্বয়ে গঠিত দলগুলি বিশ্বের দরবারে ভারতের অবস্থান তুলে ধরছে। পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘বন্ধু’ দেশগুলির সমর্থন আদায়েরও চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি।

সূত্রের খবর, সংসদীয় প্রতিনিধিরা দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৩৩ দেশে সফরের পর্যালোচনা করবে। দেশগুলিতে শীর্ষ বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কৌশলগত কথোপকথন হয়েছে, পহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তর সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের ঠিক কী প্রতিক্রিয়া, তাও জানানো হয়েছে। মনে করা হচ্ছে, ৩৩ দেশে ঘুরে আসা প্রতিনিধি দলের প্রতিক্রিয়া শুনে পরবর্তী পদক্ষেপের কথা ভাববে সাউথ ব্লক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement