Advertisement
Advertisement
Horoscope

সংখ্যাতত্ত্ব বলে দেবে কেমন কাটবে ২০২৫, কী বলছে আপানার জন্ম তারিখ?

সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই ব্যক্তির মূলাঙ্ক।

Horoscope: According to numerology, how will the next year be spent?
Published by: Subhankar Patra
  • Posted:December 21, 2024 9:27 pm
  • Updated:December 21, 2024 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর প্রায় শেষ। সারা বছর সুখ, দুঃখ মিলিয়ে কেটেছে প্রত্যেকের জীবন। নতুন বছরের অপেক্ষায় সবাই। প্রত্যেকেই জানতে চান ২০২৫ কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুসারেও ব্যক্তির ভবিষ্যত, প্রকৃতি, এবং ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল ব্যক্তির মূলাঙ্ক বা লাকি নম্বর। ধরা যাক, কোনও ব্যক্তি মাসের ১, ১০, ১৯, ২৮ তারিখ জন্মেছেন তাঁর মূলাঙ্ক হবে ১। এই প্রতিবেদনে রইল মূলাঙ্ক অনুযায়ী ব্যক্তিদের আগামীবছর কেমন যাবে তার আভাস।

মূলাঙ্ক ১ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: যে ব্যক্তিরা ১, ১০, ১৯,২৮ তারিখ জন্মেছেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তাঁদের মূলাঙ্ক ১। ২০২৫ সালের শুরুতে এই মূলাঙ্কের ব্যক্তিরা ইতিবাচক ইচ্ছাশক্তিতে ভরপুর থাকবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের ফল মিলবে। চাকরিস্থানে উন্নতি হতে পারে। তবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটু সাবধানে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বছরজুড়ে কোনও বড় বিনিয়োগ না করায় ভালো। বছরের মাঝামাঝি সময় থেকে ব্যবসায় উন্নতি শুরু হবে। এই মূলাঙ্কের ছাত্ররাও আগামী বছরে ভালো ফল পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সাফল্য পেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলেও, তা খুব বেশি স্থায়ী হবে না। আর্থিকদিক থেকে বছর ভালোই যাবে। স্বাস্থ্যেও আগামী বছর ভালো যাবে।

Advertisement

মূলাঙ্ক ২ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে জন্মগ্রহণকারীদের মূলাঙ্ক ২। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের আগামীবছর দারণ কাটবে বলে মনে করা হচ্ছে। পড়ুয়ারা যাঁর দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছেন তাঁরা সাফল্য পাবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্র ও কেরিয়ারে দারুণ উন্নতি করবে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে ও সমাজে জনপ্রিয়তা বাড়বে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। তবে বিবাহিতরা কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে।

মূলাঙ্ক ৩ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৩, ১২, ২১ ও ৩০ তারিখ যাঁরা জন্মেছেন তাঁদের মূলাঙ্ক ৩। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৫ সাল এঁদের সাধারণ কাটবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ বাড়তে পারে। কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাগ্যের সাহায্য পাবেন। সরকারি স্তর থেকে সুবিধা পাওয়া যেতে পারে। ছাত্ররা প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। প্রেমের জীবন সাধারণই থাকবে। আয়ের উৎস ঠিক থাকলেও খরচ বাড়তে পারে। এই বছর মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন এই মূলাঙ্কের ব্যক্তিরা।

মূলাঙ্ক ৪ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৪, ১৩, ২২, ৩১ তারিখে যাঁরা জন্মেছেন তাঁদের মূলাঙ্ক ৪ বলে ধরা হয়। ২০২৫ সালে এই মূলাঙ্কের ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। কাজের প্রতি একগ্রতা ভালো ফল নিয়ে আসবে। এই বছরে অনেক স্বপ্ন পূর্ণ হবে মনে করা হচ্ছে। অটোমোবাইল, সোশাল সার্ভিস, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। ছাত্ররাও ভালো ফল পাবেন। 

মূলাঙ্ক ৫ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: যাঁদের জন্ম ৪, ১৪, ২৩ তারিখ তাঁদের মূলাঙ্ক ৫। এই বছর দারুণ সুযোগ নিয়ে আসতে চলেছে। সেই সুযোগের পূর্ণ ব্যবহার করা উচিত। কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে। সিঙ্গেলরা নতুন সম্পর্কে জড়াতে পারেন।অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল পাওয়া যাবে। ব্যবসায়ীরা বিদেশি বন্ধুদের থেকে লাভবান হবেন।

মূলাঙ্ক ৬ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৬। ছাত্রদের জন্যে এই বছর দারুণ কাটবে। সাফল্য অপেক্ষা করে আছে। পারিবারিক জীবন ভালোই কাটবে। ২০২৫ সালে চাকরির স্থান বদলের সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন মানসিক শান্তি দেবে বলে মনে করা হচ্ছে।

মূলাঙ্ক ৭ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৭, ১৬, ২৫ তারিখে যাঁরা জন্মেছেন তাঁদের মূলাঙ্ক ৭। আগামীবছর এই মূলাঙ্কের ব্যক্তিদের জন্য উন্নতির বছর। আয়ের উৎস বাড়বে। ফলে অনেক স্বপ্ন পূরণ হবে। ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। মনে রাখতে কঠোর পরিশ্রমের পরই সাফল্য পাওয়া যায়। চাকুরিজীবীদের ভালোই যাবে। ব্যবসায়ীরা লাভ পাবেন।

মূলাঙ্ক ৮ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৮, ১৭, ২৬ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৮। যাঁরা প্রেমের সম্পর্ক রয়েছেন, তাঁদের প্রেম পরিণতি পাবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে বছরটি ভালোই যাবে। ছাত্ররাও ভালো ফল পাবেন।

মূলাঙ্ক ৯ ব্যক্তিদের কেমন কাটবে ২০২৫: ৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক ৯। আর্থিক অবস্থার উন্নতি চাইলে বাজে খরচে লাগাম টানতে হবে। বছরের শুরুটা খুব ভালো কাটবে। ব্যবসায়ীরাও ভালো ফল পাবেন। জীবনসঙ্গীর থেকে সর্মথন পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement