Advertisement
Advertisement
Horoscope

১৬ জুন রাশিফল: অধিক পরিশ্রম নাকি নতুন সুযোগের হাতছানি? কেমন কাটবে আজকের দিনটি!

রইল আজকের দিনটি কেমন যাবে তার পূর্বাভাস।

Horoscope: daily horoscope on 16 june
Published by: Subhankar Patra
  • Posted:June 16, 2025 8:00 am
  • Updated:June 16, 2025 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমনকিছু ঘটে যার তল খুঁজে পাওয়া যায় না। সেই ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে জ্যোতিষশাস্ত্র সেই আভাস দিতে পারে। রইল আজকের দিনটি কেমন যাবে তার পূর্বাভাস। 

Advertisement

মেষ রাশি: আজ দিনের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। ধৈর্য্য ধরুন। সময়ের উপর ভরসা রাখুন। কোনও কিছু আপনার বিপরীতে গেলে হতাশ হবেন না।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি বিশেষ বার্তা নিয়ে আসবে। বিচলিত হবেন না। মনে রাখবেন সবুরে মেওয়া ফলে! অপেক্ষা আপনার ভবিষ্যৎকে সুন্দর করবে। অফিসের কোনও কাজ তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করবেন না। এতে সমস্যা আরও বাড়বে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

মিথুন রাশি: আজকের দিনে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেই নিন। অন্যের উপর নির্ভর করবেন না। কর্মক্ষেত্র হোক কিংবা ব্যবসায়িক সিদ্ধান্ত, হ্যাঁ বা না বলার আগে একটু ভাববেন। দিনটি ভালো সুযোগ নিয়ে আসতে পারে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

কর্কট রাশি: বহু প্রতীক্ষিত কাজ আজ সম্পূর্ণ হবে। দারুন সুযোগের হাতছানি রয়েছে। যা জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। অন্যান্য গতানুগতিক দিনগুলোর থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। কর্মক্ষেত্রেও সবকিছু আপনার পক্ষেই থাকবে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

সিংহ রাশি: জোর করে কোনও কাজ করবেন না। অফিসে কাজের চাপ থাকলেও বিষয়গুলি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। গ্রহের অবস্থানের কারণে দিনটি আপনার জন্য অনুকূল থাকবে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

কন্যা রাশি: আজকে সমাজের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে। ছোট ছোট সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সেই সাক্ষাৎ খুশির খবর নিয়ে আসবে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

তুলা রাশি: অতিরিক্ত চিন্তাভাবনা ত্যাগ করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের পাশে পাবেন। আজকে মিথ্যা বলা থেকে বিরত থাকুন। বিপদ ডেকে আনতে পারে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

বৃশ্চিক রাশি: অফিসের কাজে ক্লান্ত হয়ে উঠতে পারেন। বেশিক্ষণ অফিসে থাকতে হতে পারে। তবে ফাঁকা সময়ে কোথাও ঘুরতে যেতে পারেন। যা আপনাকে নতুন করে কাজে উৎসাহী করে তুলবে। রাস্তায় সাবধানে হাঁটাচলা করুন।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

ধনু রাশি: আজকে কঠিন কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তাড়াহুড়ো নয় বরং সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মন দিয়ে শুনুন। দাম্পত্যজীবন ভালো কাটবে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

মকর রাশি: নিজে কী চাইছেন সেটা আগে বুঝুন। আজ সারাদিনে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

কুম্ভ রাশি: কোনও সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেয়ে তার মোকাবিলা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। অযথা মাথা গরম করবেন না। যার জেরে ক্ষতি হতে পারে।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

মীন রাশি: আজকের দিনটি আপনার পক্ষেই থাকবে। কর্মক্ষেত্রে সমস্যা কেটে যেতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে। বাবা-মার সঙ্গে বিরোধ কেটে যেতে পারে। বিবাহিতরা বিকেলের দিকে কোথাও ঘুরতে যেতে পারেন।

Horoscope: Daily horoscope on 16 june
ছবি: সংগৃহীত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement