Advertisement
Advertisement
Numerology

বন্ধুত্ব করলেও ভুলেও এই জাতকদের সঙ্গে প্রেম নয়! জেনে নিন ৬ জন্মসংখ্যার জন্য আদর্শ কারা

জেনে নিন কাদের সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো।

Numerology: who is most compatible with birth number 6
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 2, 2025 12:47 pm
  • Updated:July 2, 2025 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যাতেই লুকিয়েই জীবনের সব হিসেব নিকেশ। জন্ম সংখ্যাই বলে দেয় জাতকের স্বভাব কেমন। আবার এই জন্ম সংখ্যাই বলে দেয় আপনার শত্রু কে, বন্ধুই বা কে। চলুন আজ জেনে নেওয়া যাক, ৬ জন্ম সংখ্যার জাতকদের জন্য আদর্শ সঙ্গী কারা, কার থেকে খানিকটা দূরে থাকলেই মঙ্গল।

Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁদের জন্মসংখ্যা ৬ তাঁরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন হন। সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারেন। অল্প বয়সেই দামি গাড়ি-বাড়ির মালিক হন এঁরা। কিন্তু প্রেম-বিয়ে-বন্ধুত্ব? না সকলকে আকর্ষণ করতে পারলেও সকলে একেবারেই এদের জন্য পারফেক্ট ম্যাচ নয়। তথ্য বলছে, ৬ এর জাতকদের জন্য বেস্ট ৩। সেটা প্রেম হোক বা ব্যবসা, যে কোনও পার্টনারশিপ চলবে দুর্দান্ত গতিতে। ৬ ও ৫ জন্মসংখ্যার জাতকদের বোঝাপড়াও বেশ ভালো। যদি ৮-এর সঙ্গে জোট বাঁধেন, ৬ জন্ম সংখ্যার জাতকরা একাধিক ক্ষেত্রে লাভবান হবেনই। ৯-এর সঙ্গে বন্ধুত্বও মন্দ নয়। দিব্য চলবে জীবন।

Editorial on Days of love

শত্রুসংখ্যা
তবে ১, ২,৪ ও ৭, এই চার সংখ্যার জাতকদের থেকে দূরে থাকাই ভালো ৬ জন্মসংখ্যার। তথ্য বলছে, ১ ও ২ এর থেকে দূরে থাকাই ভালো ৬ জন্মসংখ্যার জাতকদের। ৪-এর সঙ্গে বন্ধুত্ব করতেই পারেন, তবে প্রেমের সম্পর্কে জড়াবেন না। তাতে পড়তে হতে পারে সমস্যায়। ৭-এর থেকেও চেষ্টা করুন সম্পূর্ণভাবে দূরত্ব বজায় রেখে চলার।

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৬, ১৫, ২৪ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৬।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement