Advertisement
Advertisement

দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি মিলল, প্রতিবন্ধী মেয়ের ধর্ষককে যাবজ্জীবনের সাজা আদালতের

বিধবা মা ও প্রতিবন্ধী মেয়ের লড়াই অবশেষে জয় পেল৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2018 12:02 pm
  • Updated:July 20, 2018 12:02 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: প্রতিবেশীর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের মামলায় চার বছর পর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেল অভিযুক্ত৷ নাম প্রেমনাথ দত্ত৷ ২০১৪-র অক্টোবর থেকে যে মামলা চলছিল বৃহস্পতিবার তার রায়দান করল শ্রীরামপুর মহকুমা আদালত৷ কেবল যাবজ্জীবন কারাদণ্ডই নয়, পাশাপাশি অভিযুক্তকে দশ হাজার টাকা জরিমানা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে৷ বৃহস্পতিবার রায় শুনে অনেকটাই স্বস্তি বোধ করছেন নির্যাতিতার বিধবা মা৷

[বেআইনিভাবে পুকুর ভরাটে মদত, খড়দহে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর]

Advertisement

২০১৪-র ১১ অক্টোবর চরম অমানবিক ঘটনাটি ঘটেছিল জাঙ্গিপাড়া থানার রাজবলহাটে। জানা গিয়েছে, ১৯ বছরের প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে ওইদিন দুপুর তিনটের সময় ছোট মেয়েকে প্রাইভেট টিউশন পড়াতে নিয়ে গিয়েছিলেন বিধবা ওই মহিলা।বাড়িতে ফিরে তিনি দেখেন, তাঁর প্রতিবন্ধী মেয়ে রীতিমতো বিধ্বস্ত ও বিপর্যস্ত। মা’কে দেখেই কান্নায় ভেঙে পড়ে সে৷ জানায়, তাঁকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শ্মশানঘাটের পাশের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে প্রতিবেশী প্রেমনাথ দত্ত। মেয়ের মুখ থেকে শোনা মাত্রই অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন বিধবা মহিলা৷ তারপর থেকে টানা চার বছর ধরে চলছিল, ন্যায়ের দাবিতে বিধবা মা ও প্রতিবন্ধী মেয়ের কঠোর লড়াই৷

Advertisement

[মেদিনীপুরের সভায় দুর্ঘটনার জের, বাতিল প্রধানমন্ত্রীর রাজ্য সফর]

বিধবা জানান, বৃহস্পতিবার আদালত অভিযুক্তকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর আইনের প্রতি বিশ্বাস ফিরেছে৷ বলেন, চারবছরে বারবার মনে হয়েছে সবকিছুই মিথ্যা৷ কিন্তু ভগবানের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলেছিলেন৷ নির্যাতিতার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার চেষ্টা করছেন সরকারি আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়৷ ইতিমধ্যে ভিকটিম কম্পেনসেশান স্কিমের আওতায় নির্যাতিতার ক্ষতিপূরণের জন্য আদালতে আবেদন করেছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ