Advertisement
Advertisement

নজর কাড়তে পকেটে আরশোলা নিয়ে OT-তে প্রবেশ চিকিৎসকের

হাসপাতালের পরিচ্ছন্নতা এবং চিকিৎসকের অদ্ভুত আচরণ নিয়ে উঠছে প্রশ্ন৷

Doctor pulled insect out of pocket for stunt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 5:13 pm
  • Updated:January 13, 2017 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আগেই থানের হাসপাতালে আরশোলা দেখা যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল৷ থানের মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে থাকা ছত্রপতি শিবাজি মহারাজ হাসপাতালে অস্ত্রোপচার চলাকালীন আচমকাই আরশোলা দেখা যায় অপারেশন থিয়েটারের ভিতরে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় চাঞ্চল্য৷ হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীদের নিরাপত্তা নিয়েও ওঠে প্রশ্ন৷ অস্ত্রোপচার চলাকালীন চেম্বারের ভিতরে আরশোলা দেখতে পেয়ে অপারেশন মাঝপথে থামিয়ে দিয়ে সেই আরশোলার গতিবিধি ভিডিও রেকর্ড করতে থাকেন চিকিৎসক সঞ্জয় বরনওয়াল৷ এই ঘটনাটি মিডিয়ায় ফলাও করে ছড়িয়ে পরায় বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ৷

এর ঠিক পরেই চিকিৎসক সঞ্জয় বরনওয়ালের বিরুদ্ধে ওঠে এক আশ্চর্য অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, সংবাদমাধ্যমের নজর কাড়তেই নাকি স্বয়ং চিকিৎসক সঞ্জয় বরনওয়াল অপারেশন থিয়েটারে আরশোলা নিয়ে প্রবেশ করেছিলেন৷ তিনি নাকি ইচ্ছাকৃতভাবে পকেটে করে আরশোলা নিয়ে প্রবেশ করেছিলেন অপারেশন থিয়েটারে৷ আর সেখানে ইচ্ছাকৃত সেই আরশোলা ছেড়ে দিয়ে তার ভিডিও রেকর্ড করেন৷ ২১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রসিদ্ধ এই অর্থোপেডিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসায় স্বভাবতই চমকে গিয়েছেন চিকিৎসকরা৷ হাসপাতালের ইনচার্জ সি মিত্র এই অভিযোগ এনেছেন চিকিৎসক সঞ্জয় বরনওয়ালের বিরুদ্ধে৷ যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন চিকিৎসক৷ তবে তিনি যা হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে বেশ বিরক্ত ছিলেন তা স্বীকার করে নিয়েছেন৷ সেই সঙ্গে জানিয়েছেন, তিনি বহুদিন ধরেই হাসপাতালের এই অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে অবগত করার চেষ্টা করছিলেন৷ কিন্তু কিছুতেই তা সম্ভব হয়নি৷ তিনি জানিয়েছেন, চিকিৎসক হিসাবে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তিনি অবশ্যই চিন্তিত৷ কিন্তু তারজন্য পকেটে আরশোলা নিয়ে অস্ত্রোপচার করতে আসার অভিযোগ যদি তাঁর বিরুদ্ধে ওঠে, তবে তাঁর কিছু বলার নেই৷

Advertisement

ঘটনাটির তদন্ত শুরু হয়েছে৷ গত ৬ জানুয়ারি ওই অপারেশন থিয়েটারে অন্যান্য যে ডাক্তার এবং নার্সরা উপস্থিত ছিলেন, তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷ অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ