Advertisement
Advertisement

গণপিটুনি রোখার দায়িত্ব রাজ্যেরই, রাজনাথের বক্তব্যে ক্ষোভ বিরোধীদের

দায় এড়ানোর চেষ্টা কেন্দ্রের।

Lynching onus on states, says Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 2:54 pm
  • Updated:July 19, 2018 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ক্রমবর্ধমান গণপিটুনি ইস্যুতে দায় ঝেড়ে ফেলল কেন্দ্র সরকার। গণপিটুনি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় তাই একে রোখার দায়িত্ব নিতে হবে রাজ্যগুলিকেই। সংসদে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বাভাবিকভাবেই, রাজনাথের বক্তব্যে ক্ষোভপ্রকাশ করেছে বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ানের পরই ওয়াক-আউট করে কংগ্রেস।

[এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর গাড়িতেও নম্বর প্লেট বাধ্যতামূলক]

দেশজুড়ে ক্রমবর্ধমান গণপিটুনি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। যার সর্বশেষ উদাহরণ স্বামী অগ্নিবেশের আক্রান্ত হওয়া। গত ১ মাসে শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপে ফেক নিউজের জেরে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। এসবেরই প্রতিবাদে আজ সংসদে মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস।

Advertisement


সেই প্রস্তাবে আলোচনার সময় রাজনাথ সিং বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুরোপুরি রাজ্যের, তাই গণপিটুনির ঘটনাও রোখার দায়িত্ব রাজ্যগুলিরই। তবে, কেন্দ্রের তরফে ফেক নিউজে লাগাম টানার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। রাজনাথের দাবি, এ ধরনের হিংসা নতুন কিছু নয়। এর আগেও এই ঘটনা ঘটেছে। তবে, গত কয়েক বছরে যে তা বেড়েছে তা স্বীকার করে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত ফেক নিউজের মাধ্যমে গুজব ছড়ানোর ফলেই এই ঘটনাগুলি ঘটছে। রাজনাথ জানান, সোশ্যাল সাইটগুলিকে ফেক নিউজ নিয়ন্ত্রণের জন্য নোটিস দেওয়া হচ্ছে। এর আগেও ২০১৬ সালে একবার নোটিস দেওয়া হয়েছিল।

[দান্তেওয়াড়ায় সেনা অভিযানে হত ৭ মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র]

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিবৃতি সন্তুষ্ট করতে পারেনি কংগ্রেসকে। রাজনাথের বক্তব্যের পরই ওয়াক-আউট করেন কংগ্রেস সাংসদরা। কংগ্রেস সাংসদ শশী থারুরের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি মোটেই সন্তোষজনক নয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোটের আগে দেশজুড়ে হিংসার বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। আরেক কংগ্রেস নেতা আবার বলছেন, ভোটের আগে নিরাপত্তার ব্যর্থতা ঢাকতে দায় এড়ানোর চেষ্টা করছে কেন্দ্র। তবে, রাজ্যের ঘাড়ে দায় চাপিয়েও বিজেপি খুব একটা লাভবান হবে না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ যে সব রাজ্যে ঘটনাগুলি ঘটছে তাঁর অধিকাংশই বিজেপি শাসিত রাজ্য। রাজ্যের উপরে দায় চাপালেও তাই সার্বিকভাবে নিজেদের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারে না শাসক দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ