Advertisement
Advertisement

হাঁটুজলে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ছবি পোস্ট করে কুর্নিশ গুল পানাগের

ছবি দেখে টনক নড়ল পাঞ্জাব সরকারের।

Punjab CM honours traffic cops for exceptional skill
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2018 4:52 pm
  • Updated:July 19, 2018 4:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েকের বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা৷ বেশীরভাগ রাস্তাই চলে গিয়েছে জলের তলায়৷ কোথাও হাঁটুজল তো আবার কোথায় গোড়ালি ডোবা জল জমে গিয়েছে৷ রাস্তার অবস্থা বেহাল হলেও, যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক পুলিশ৷ এবার ওই ট্রাফিক পুলিশদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী গুল পানাগ৷

[গণপিটুনি রোখার দায়িত্ব রাজ্যেরই, রাজনাথের বক্তব্যে ক্ষোভ বিরোধীদের]

নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাফিক পুলিশের দুটি ছবি পোস্ট করেন গুল পানাগ৷ ছবিতে দেখা যাচ্ছে, পাতিয়ালা রোডের জিরাকপুর ফ্লাইওভারের সামনে হাঁটুজলে দাঁড়িয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করছেন হেড কনস্টেবল গুরধিয়ান সিং ও গুরদেব সিং৷ অভিনেত্রী তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘পায়ে চোট নিয়েই সাধারণ মানুষের জন্য কাজ করছেন দুজনে৷’’ পাঞ্জাব ট্রাফিক পুলিশের যান নিয়ন্ত্রণের ছবি টুইট করেন অভিনেত্রী৷ ওই দুই ট্রাফিক পুলিশকে পুরস্কৃত করার অনুরোধ জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে৷

Advertisement

[এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর গাড়িতেও নম্বর প্লেট বাধ্যতামূলক]

গুল পানাগের এই টুইটার সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়৷ পাঞ্জাবের দুই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের ছবিতে মুগ্ধ নেটিজেনরা৷ গুল পানাগের সুরে সুর মেলান প্রত্যেকে৷ নেটিজেনদের দাবি, এই দুই ট্রাফিক পুলিশ যেভাবে জলের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন, তাঁদের সাধুবাদ দেওয়া উচিত৷ আবার কারও দাবি, গুরধিয়ান সিং ও গুরদেব সিংই আদর্শ হওয়া উচিত সকলের৷ পাঞ্জাব ট্রাফিক পুলিশদের মধ্যে এই দুজনকে ‘রত্ন’ বলেও বাহবা জানানো হয়েছে৷ দুই ট্রাফিক পুলিশের কীর্তি সবার সামনে তুলে ধরার জন্য গুল পানাগের এহেন উদ্যোগকেও সাধুবাদ জানান নেটিজেনরা৷

[নাবালকের কেরামতি, অ্যাপ নির্ভর ক্যুরিয়ার পরিষেবায় এবার ডাব্বাওয়ালারা]

টুইট ঝড়ে ট্রাফিক পুলিশদের কীর্তি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও৷ হেড কনস্টেবল গুরধিয়ান সিং ও গুরদেব সিংকে পুরস্কৃত করা হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার৷ ঝড়বৃষ্টি ভুলে দায়িত্ব পালনের জন্য বৃহস্পতিবারই দুজনের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র ও নগদ পুরস্কারও৷ শুধু তাই নয়, দুই ট্রাফিক পুলিশের ছবি টুইট করার জন্য গুল পানাগকেও ধন্যবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ