Advertisement
Advertisement

ভুলেও এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করছেন না তো? সাবধান!

এক নজরে দেখে নিন বিপজ্জনক পাসওয়ার্ডগুলি৷

Here's why you should never use these passwords
Published by: Sulaya Singha
  • Posted:August 14, 2018 8:46 pm
  • Updated:August 14, 2018 8:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন এখন পুরোদস্তুর ডিজিটাল৷ উঠতে-বসতে, হাঁটতে-চলতে, সর্বক্ষণই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছেন মানুষ৷ ভারচুয়াল দুনিয়াতেই কাটে বেশিরভাগ সময়৷ তাই স্বাভাবিকভাবেই একগুচ্ছ পাসওয়ার্ডে জর্জরিত জীবন৷ সোশ্যাল মিডিয়া, নেট ব্যাংকিং ইত্যাদির আলাদা আলাদা পাসওয়ার্ড মস্তিষ্কে সেভ রাখতে হয়৷ আর তা যদি হয় বেশি কঠিন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনাও বাড়ে৷ সে ঝক্কি সামলাতে অনেকেই তাই সহজ পাসওয়ার্ড বেছে নেন৷ কিন্তু এতেই লুকিয়ে থাকে বিপদ৷

[স্বাধীনতা দিবসে বিক্রি শুরু JioPhone 2-এর, কীভাবে কিনবেন হ্যান্ডসেটটি?]

স্পোর্টস পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস জানাচ্ছে, চলতি বছর এমন বেশ কিছু পাসওয়ার্ডের ব্যবহার বেড়েছে যা হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারে৷ তাই তাদের ক্রেতাদের সতর্ক করেছে অ্যাডিডাস৷ জানিয়েছে অত্যন্ত সহজ এবং প্রচলিত পাসওয়ার্ড না করাই ভাল৷ এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে৷ মোবাইল বা ল্যাপটপকে সুরক্ষিত রাখতে অ্যান্টি-ভাইরাস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করে থাকি৷ ঠিক একইভাবে পাসওয়ার্ডটিও শক্তিশালী হওয়া জরুরি৷ তা সে ব্যাংকিং অ্যাপই হোক বা ই-মেলের৷ আরও একটি মারাত্মক ভুল করে থাকেন অনেকে৷ তা হল, একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ডের ব্যবহার৷ ভাবুন একবার, হ্যাকাররা আপনার একটি অ্যাকাউন্ট হ্যাক করতে পারলে বাকি কাজটা তাদের জন্য জলের মতো সোজা হয়ে যাবে৷

Advertisement

SplashData-র তরফে চলতি বছরের বিপদজনক ১০০টি পাসওয়ার্ড প্রকাশ করা হয়েছে৷ বিভিন্ন পাবলিক ডোমেন থেকে যে সমস্ত বেশি ফাঁস হয়েছে, তার ভিত্তিতেই একটি তালিকা তৈরি করেছে তারা৷ তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর কুড়িটি পাসওয়ার্ড জানানো হল এই প্রতিবেদনে৷ মিলিয়ে নিন, তালিকায় আপনার পাসওয়ার্ডটি নেই তো? এক নজরে দেখে নিন পাসওয়ার্ডগুলি৷

Advertisement

[প্রয়োজন নেই কাগজের নথির, সরকারি কাজকর্ম এবার ডিজিটাল ডকুমেন্টেই]

১২৩৪৫, ১২৩৪৫৬৭৮, পাসওয়ার্ড, কোয়ার্টি, ফুটবল, আইলাভইউ, অ্যাডমিন, ওয়েলকাম, মাঙ্কি, লগইন, এবিসি১২৩, স্টারওয়ার্স, ১২৩১২৩, ড্রাগন, মাস্টার, হ্যালো, ফ্রিডম, হোয়াটএভার, লেটমিইন, ৬৫৪৩২১৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ