Advertisement
Advertisement

শতবর্ষে ঈশ্বরের আপন দেশে দর্শনার্থীদের নিয়ে যাবে নাগেরবাজার সর্বজনীন

এবার পুজোয় বন্যা কবলিত কেরলের ঘুরে দাঁড়ানোর লড়াই তুলে ধরাই উদ্দেশ্য শিল্পী অভিষেক ভট্টাচার্য এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের।

এবার পুজোয় ঈশ্বরের আপন দেশে দর্শনার্থীদের ভ্রমণে নিয়ে যাবে নাগেরবাজার সর্বজনীন। থিমের পোশাকি নাম ঈশ্বরের বিষয়-আশয়।

শতবর্ষের এই কাজের দায়িত্ব নিয়েছেন শিল্পী অভিষেক ভট্টাচার্য এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।

বিষয় হিসেবে বেছে নিয়েছেন কেরলের চার সেরা শিল্পকীর্তিকে। যার মধ্যে থাকছে বোট ফেস্টিভ্যাল, থাইয়াম, কথাকলীর মতো নৃত্যকলা।

‘বলো দুগ্গা মাইকি’ বলে বানভাসি কেরলের স্থানীয় শিল্পীদের পাশে দাঁড়িয়েছে পুজো কমিটি।

শিল্পী নব পালের ছোঁয়ায় প্রতিমাও হবে দক্ষিণী ঘরানার।