Advertisement
Advertisement

Breaking News

সুন্দরবন

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আরও ২টি টহল ফাঁড়ি বাংলাদেশে

শরণখোলা রেঞ্জে ‘টিয়ার চর’ ও চাঁদপাই রেঞ্জে ‘কাগা-বগা’ নামে দুটি ফাঁড়ি তৈরি হবে৷

2 more patrolling outpost will be built near Sundarban range in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:June 21, 2019 9:31 pm
  • Updated:June 21, 2019 9:31 pm

সুকুমার সরকার, ঢাকা: মানবসভ্যতা অগ্রগতির বলি হচ্ছে সুন্দরবন। সেখানকার জীববৈচিত্র্য সংকটের মুখে। লোপাট হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ। এতে উদ্বিগ্ন শেখ হাসিনা সরকারও৷ বিশ্বের ঐতিহ্য সুন্দরবনের বৈচিত্র্য রক্ষায় তাঁরা তৎপর৷ সেই উদ্দেশে আরও দুটি টহলদার ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিল বাংলাদেশ প্রশাসন৷বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে ‘টিয়ার চর’ ও চাঁদপাই রেঞ্জে ‘কাগা-বগা’ নামে দুটি ফাঁড়ি তৈরি হবে৷

[আরও পড়ুন: সুখ থাকলেও শান্তি নেই, বিশ্ব শরণার্থী দিবসে ঘরে ফেরার স্বপ্নেই বুঁদ রোহিঙ্গারা]

গত মার্চ মাসে চাঁদপাই রেঞ্জে ঢাংমারি স্টেশনের কাছে ঝাঁপশিতে একটি টহল ফাঁড়ি স্থাপিত হয়৷ বনবিভাগের নতুন এসব টহল ফাঁড়িতে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সঙ্গে ৬ জন বনরক্ষী থাকবেন বলে ঠিক হয়েছে৷ এই খবর নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগও৷ বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্তা বা ডিএফও মহম্মদ মাহমুদুল হাসান তথ্য দিয়ে জানান, বাংলাদেশের সমগ্র বনাঞ্চলের ৫১ ভাগই সুন্দরবন৷ ৬০১৭ বর্গ কিলোমিটার জুড়ে এই ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ৬৯ শতাংশই স্থলভাগ, বাকিটা জলভাগ৷ জোয়ারের জলে প্রায় সর্বদাই প্লাবিত ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাট ও খুলনায় দুটি বিভাগীয় অফিস-সহ ৪টি রেঞ্জ, ১৮টি স্টেশন ৫৬ টহল ফাঁড়িতে মোট ৫৫৮জন কর্মকর্তা রয়েছেন৷

Advertisement

দু্র্গম সংরক্ষিত বন পাহারায় জনবল ও আধুনিক জলযান সংকটের মধ্যেই গত মার্চে তৈরি হয়েছে ঢাংমারি টহল ফাঁড়ি৷ তাতে করায়খালে মাছের জলে বিষ দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশ রোখা সম্ভব হয়েছে বলে দাবি বনকর্তাদের৷ আর এই সাফল্য তুলে ধরেই টিয়ার চর এবং কাগা-বগায় দুটি ফাঁড়ির প্রস্তাব করা হয়েছে৷ পূর্ব সুন্দরবন বিভাগ এটি গ্রহণ করেছে৷ শিগগিরই দুটি ফাঁড়ি তৈরির কাজ শুরু হবে৷ তাতে সুন্দরবনের জীববৈচিত্র্য বজায় রাখতে এবং পরিকল্পনায় আরও গতি আসবে বলে মনে করছে পরিবেশপ্রেমী মহল৷

Advertisement

[আরও পড়ুন: ইলিশ শিকার নিষিদ্ধ, তবুও বরিশালে রমরমিয়ে বিক্রি হচ্ছে রুপোলি শস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ