Advertisement
Advertisement
নগ্ন ছবি

ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি স্কুল কর্তৃপক্ষের

ওই শিক্ষক যদিও ছাত্রীর অভিযোগ নস্যাৎ করেছেন৷

A teacher has been accused of sending nude pictures to student
Published by: Sayani Sen
  • Posted:May 17, 2019 8:39 pm
  • Updated:May 17, 2019 8:39 pm

সুকুমার সরকার, ঢাকা: ছাত্রীর মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে৷ ছবি পাওয়ার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছে ওই ছাত্রী৷ স্কুল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে শিক্ষকের বিরুদ্ধে শাস্তিরও দাবি জানিয়েছে ছাত্রী৷ যদিও এই ঘটনার পর থেকে বাংলাদেশের ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষক আপাতত এলাকাছাড়া৷

[ আরও পড়ুন: পাচারের জন্য বাড়তি যাত্রী, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় গ্রেপ্তার ৩]

জানা গিয়েছে, গত ১১ মে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীর মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠান শিক্ষক রেজাউল করিম৷ ছাত্রী ভয়ে সিঁটিয়ে যায়৷ অনেক জিজ্ঞাসাবাদের পর বাড়িতে গোটা ঘটনাটি জানায় সে৷ তারপর ওই ছবিটি প্রমাণ হিসেবে বেশ কয়েকজন শিক্ষককে মেসেঞ্জারেও পাঠিয়ে দেয়৷ জানানো হয় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেও৷

Advertisement

ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্কুলজুড়ে তোলপাড় শুরু হয়৷ অভিযুক্ত জীবন বিজ্ঞানের ওই শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন প্রধান শিক্ষক৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ওই শিক্ষক৷ তবে শিক্ষকের কথা বিনা তদন্তে মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷ পরিবর্তে এই ঘটনার তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছে৷ শরীরচর্চার শিক্ষক মাসুম বিল্লাহর নেতৃত্বাধীন কমিটি তদন্ত প্রক্রিয়া দেখবেন৷

Advertisement

[ আরও পড়ুন: বিদেশে পাচার করা হচ্ছে রোহিঙ্গা যুবতীদের, চক্রের সন্ধানে ঢাকা পুলিশ]

যদিও এই তদন্তের আওতায় পড়তে একেবারেই নারাজ অভিযুক্ত ওই স্কুলশিক্ষক৷ তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে মেসেঞ্জার থেকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে বলেই দাবি তাঁর৷ ঝালকাঠি সদর থানায় এনিয়ে নিজেই অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক৷ এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে স্কুলে যেতে বারণ করা হয়েছে৷ তবে ছাত্রীকে নগ্ন ছবি পাঠানোর বিষয়টি জানাজানি এবং এত বড় আকার নেওয়ার পর থেকে বেপাত্তা অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ