Advertisement
Advertisement
Bangladesh

রুটি নিয়ে অশান্তির জের, বিয়ের ৪ দিনের মাথায় ‘আত্মঘাতী’ যুবক!

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

A youth of Bangladesh allegedly commits suicide | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 3, 2023 11:53 am
  • Updated:August 3, 2023 11:53 am

সুকুমার সরকার, ঢাকা: বিয়ের রেশ কাটার আগেই রুটি নিয়ে অশান্তি। অভিমানে আত্মঘাতী স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঢাকার খিলগাঁও নবীনবাগ এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

খিলগাঁও থানার পুলিশ আবদুল্লাহ আল হাসান জানান, তিন-চার দিন আগে সুমাইয়া নামে এক কিশোরীকে বিয়ে করেন নাসির বিশ্বাস নামে বছর ১৯-এর ওই যুবক। তিনি জ্বরে ভুগছিল। সেই কারণে স্ত্রী তাঁকে রুটি বানিয়ে দেন। কিন্তু নাসির জানান তিনি খাবেন না। এসব নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার কথা বলেন। তখনই নাসির আত্মহত্যার হুমকি দেন। তাতেও সমস্যা মেটেনি স্ত্রী সুমাইয়া রাতে বাবার বাড়ি চলে যান।

Advertisement

[আরও পড়ুন: বিএনপিকে জঙ্গি সংগঠন তকমা দিল কানাডার আদালত, চাপে বাংলাদেশের বিরোধী দল]

এরপরই অপমান ও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন যুবক। পুলিশের ওই আধিকারিক আরও জানান, রাত ১টার পর মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস কাজ শেষে বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। পরে ফাঁক থেকে দেখতে পান ঝুলন্ত দেহ। খবর পেয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল হাসান দেহ উদ্ধার উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ক্যাম্পের আধিপত্য নিয়ে ফের রোহিঙ্গা শিবিরে গুলিযুদ্ধ, বাংলাদেশের উখিয়ায় নিহত ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ