BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বাংলাদেশে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬

Published by: Sayani Sen |    Posted: March 5, 2023 9:00 am|    Updated: March 5, 2023 9:18 am

At least 6 people killed in blast at oxygen plant in Bangladesh । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। মৃত অন্তত ৬। জখম আরও অনেকে। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনায় নেমেছে শোকের ছায়া।

অন্যান্য দিনের মতো শনিবার বিকেলেও বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে কাজ চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। আগুন লেগে যায়। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পাওয়ামাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

[আরও পড়ুন: পুরুলিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, কৌস্তভের গ্রেপ্তারির প্রশ্নে কী বললেন?]

এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জন অক্সিজেন প্ল্যান্টের কর্মী। একজন স্থানীয় বাসিন্দা। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লোহার খণ্ড মাথায় পড়ে মৃত্যু হয়েছে তাঁর। জখম হয়েছেন অনেকেই। তাঁরা প্রত্যেকেই হাসপাতালে। প্রত্যেকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার রাতে উদ্ধারকাজ করা যায়নি। রবিবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। আর কেউ কারখানায় আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: মমতাকে ক্ষমতাচ্যুত করার শপথ! জামিন পেয়েই মাথা মুড়িয়ে ফেললেন কৌস্তভ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে