Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

করোনা কাঁটায় রীতিতে কোপ, মহাষ্টমীতে ঢাকার কোথাও হল না কুমারী পুজো

বাড়িতে বসেই অষ্টমীর অঞ্জলিপর্ব সারলেন ঢাকার বাসিন্দারা।

Bangladesh celebrates Durga Puja without Kumari Puja this year| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 24, 2020 1:51 pm
  • Updated:October 24, 2020 1:54 pm

সুকুমার সরকার, ঢাকা: করোনা কাঁটায় বাংলাদেশে (Bangladesh) এবছর দুর্গাপুজোয় (Durga Puja) অনেক কিছুই কাটছাঁট হয়েছে। সেভাবেই বাদ পড়েছে কুমারী পুজো। মহাষ্টমীর দিন রাজধানী ঢাকার কোনও পুজো মণ্ডপে হল না কুমারী পুজো (Kumari Puja)। পাশাপাশি, এবছর বাড়িতে বসেই অঞ্জলি দেওয়ার পর্ব সম্পন্ন করেন ঢাকাবাসী। বাংলাদেশে এবছর কমেছে দুর্গাপুজোর সংখ্যাও। কয়েকটি চ্যানেলে অবশ্য বিখ্যাত কিছু পুজোর পুষ্পাঞ্জলির লাইভ সম্প্রচার হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবছর দুর্গোৎসবের বদলে শারদীয়াকে স্রেফ ‘দুর্গাপুজো’ বলেই অভিহিত করছে। কারণ, করোনা (Coronavirus) সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এবার দুই বঙ্গেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বহু বিধিনিষেধ জারি হয়েছে। বহু আগেই হাসিনা সরকার ঘোষণা করেছিল, এবছরের পুজোয় কোনও আড়ম্বর হবে না। এত বেশি সংখ্যক পুজোতেও রাশ টানা হয়েছিল খানিক। তাই এবছর সে দেশে ৩০ হাজারের কিছু বেশি পুজো হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩১ হাজার ৪০০।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর, এবার ভারত-বাংলাদেশের মধ্যে সপ্তাহে চলবে ২৮টি বিমান]

দুর্গাপুজোয় বিধিনিষেধের কারণে এবছর ঢাকায় বাদ রইল কুমারী পুজো। আরতির পর বন্ধ হয়ে যাবে পুজো মণ্ডপ। দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এবছর থাকছে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টমীর সন্ধেবেলা কোনও মণ্ডপে ধুনুচি নাচের প্রতিযোগিতা এখানকার অন্যতম আকর্ষণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাদ পড়ছে সেই অনুষ্ঠানও। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, কোনও ধুনুচি নাচের প্রতিযোগিতা হচ্ছে এবছর। তাঁরা আগে থেকেই আমজনতার কাছে বারবার অনুরোধ করেছে, এবার অষ্টমীর সকালে মণ্ডপে ভিড় না করে বাড়িতে বসেই অঞ্জলিপর্ব সম্পূর্ণ করতে। মহামারীর কারণে এত রীতিতে ছেদ পড়ায় স্বভাবতই মন ভাল নেই বাংলাদেশবাসীর। দুর্গাপুজো এবার তাঁদের কাছে নিতান্তই পার্বণ, উৎসবের আনন্দ অনেকটাই ম্লান।

Advertisement

[আরও পড়ুন: করোনার দাপট, পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশে বাতিল মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ