Advertisement
Advertisement

Breaking News

রাজাকারমুক্ত দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে ওপার বাংলায় বিজয় দিবস পালন

সাধারণ নির্বাচনের আগে নয়া বাংলাদেশ গড়ার ডাক হাসিনার৷

 Bangladesh observed Vijay Diwas
Published by: Tanujit Das
  • Posted:December 16, 2018 6:23 pm
  • Updated:December 16, 2018 6:23 pm

সুকুমার সরকার, ঢাকা: রাজাকারমুক্ত দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে সমগ্র বাংলাদেশ জুড়ে রবিবার পালিত হল ৪৮তম বিজয় দিবস। কুচকাওয়াজ, প্রভাতফেরি, শারীরিক কসরত ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হল দিনটি।

[রাখাইন ভাষায় পোস্টার ছাপিয়ে বিতর্কে আওয়ামি লিগ প্রার্থী]

Advertisement

রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে পাক শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। মুক্তিবাহিনী ও ভারতের সেনার পরাক্রমের সামনে এদিনই মাথানত করে পাকিস্তান৷ ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দি উদ্যান) ময়দানে আত্মসমর্পণ করে ৯৩ হাজার পাক সেনা। বিজয়ের ৪৭ বছরপূর্তিতে রবিবার সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানান হল মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহিদকে৷ এদিন সকালে ঢাকার জাতীয় প্যারেড স্কোয়্যারে ‘গান স্যালুটের’ মাধ্যমে শ্রদ্ধা জানান হয় শহিদদের৷ এদিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মুক্তিসেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পতাকা ও বিজয় পতাকায় মুড়ে ফেলা হয় ঢাকা-সহ দেশের প্রধান শহরগুলিকে৷ বিজয় দিবসের শুভক্ষণে বাংলাদেশের অগ্রগতির ধারা এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

[ফের বিএনপি নেতার বিরুদ্ধে ISI যোগের অভিযোগ]

এবারের বিজয় দিবসের অন্যমাত্রাও রয়েছে বাংলাদেশবাসীর কাছে৷ সাধারণ নির্বাচন আসন্ন বাংলাদেশে৷ আগামী পাঁচ বছরের জন্য দেশের শাসককে বেছে নেবেন দেশবাসী৷ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে৷ যা ব্যর্থ করতে প্রশাসন তৎপর বলতে জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি জানিয়েছেন, ২০২১-এর মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য হবে পরবর্তী সরকারের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ