Advertisement
Advertisement

Breaking News

পাইলট

পাসপোর্ট ছাড়া বিদেশ সফর, বাংলাদেশি পাইলটকে ক্লোজ করল অভিবাসন দপ্তর

কর্তব্যে গাফিলতির অভিযোগে শাহজালাল বিমানবন্দরের এসআইকেও সাসপেন্ড করা হয়েছে৷

Bangladesh pilot closed for travelling with passport to Doha
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2019 6:47 pm
  • Updated:June 8, 2019 6:47 pm

সুকুমার সরকার, ঢাকা: পাসপোর্ট ছাড়া দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে যাওয়া পাইলটকে ক্লোজ করা হল৷ ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷

[ আরও পড়ুন: পাসপোর্ট নেই, হাসিনাকে আনতে গিয়ে আটক বাংলাদেশি পাইলট]

গত বুধবার কাতার থেকে বিদেশ সফররত হাসিনাকে আনতে পাসপোর্ট ছাড়াই সেখানে চলে গিয়েছিলেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানচালক ক্যাপ্টেন ফজল মাহমুদ৷ স্বভাবতই তাঁকে আটকে দেয় কাতার অভিবাসন দপ্তর৷ পরে আরেক বিমানচালককে পাঠানো হয় হাসিনাকে আনতে৷ শনিবার বেলা ১০টা ৫৫ নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে নিয়ে নামে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান৷ একই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ইমিগ্রেশন পুলিশের এসআই কামরুজ্জামানকে৷ ইমিগ্রেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ইসমাইল হোসেন বলেন, অসচেতনতা এবং দায়িত্ব পালন না করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন পাইলট ফজল মাহমুদকে পাসপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছিলেন, ব্যাগে পাসপোর্ট রয়েছে৷ তা সত্বেও পরে দেখা গিয়েছে, পাসপোর্ট ছাড়াই তিনি দোহায় পৌঁছে গিয়েছেন৷

Advertisement

পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদের বিদেশযাত্রা কেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত কমিটি আহ্বায়ক করা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগমকে৷ কাতার এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার ফিনল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিঙ্কি বিমানবন্দর থেকে ওড়েন৷  

Advertisement

[ আরও পড়ুন: মাথা গোঁজার ঠাঁই জোটাতে সন্তান বিক্রি বাংলাদেশের ২ ব্যক্তির]

ফিনল্যান্ডে থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানকার প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠক করেন৷ সৌদি আরবে তিনদিনের সফরে সেখানকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মক্কায় ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন হাসিনা৷ তারপর ৩ জুন ত্রিদেশীয় সফরে জেড্ডা থেকে হেলসিঙ্কি পৌঁছান৷ তারও আগে তিনি ছিলেন জাপানের টোকিওতে৷ টানা ১১ দিনের সফর সেরে শনিবার দেশে ফিরেছেন শেখ হাসিনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ