Advertisement
Advertisement
Bangladesh Protest

মুজিবের হত্যার দিনেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা আওয়ামি লিগের, হাসিনার দলকে কী বার্তা অন্তর্বর্তী সরকারের?

হাসিনার দেশত্যাগের পর থেকে হামলার শিকার হচ্ছেন আওয়ামি লিগের নেতাকর্মীরা।

Bangladesh Protest: Awami League is trying to turn around in Bangladesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 13, 2024 12:48 pm
  • Updated:August 13, 2024 2:41 pm

সুকুমার সরকার, ঢাকা: এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ব্যাপক গণ আন্দোলনের (Bangladesh Protest) জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর চলে যাওয়ার পর থেকে হামলা-অত্যাচারের শিকার হচ্ছেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা। নানা জায়গায় প্রতিবাদ-মিছিল করতে দেখা গিয়েছে তাঁদের। দুদিন পরেই ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। আর এদিনেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে আওয়ামি লিগ। এদিকে, হাসিনার দলকে বিশেষ বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, দল পুনর্গঠন করুন। বাংলাদেশে আওয়ামি লিগের অনেক অবদান রয়েছে, যা অস্বীকার করা যায় না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি তুলে গত কয়েকদিন ধরেই মিছিল করছেন আওয়ামি লিগের সদস্যরা। জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার মুজিবকন্যাকে প্রধানমন্ত্রী করার দাবিতে শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবক লিগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের দাবি, আওয়ামি লিগের নেতাকর্মীদের বার্তা পাঠিয়েছেন হাসিনা। তিনি বলেছেন, “আমি শিগগিরই ফিরব, ইনশাল্লাহ। এ পরাজয় আমার, তবে জয় বাংলাদেশের মানুষের। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনারা সহযোগিতা করেছিলেন বলে আমি ছিলাম। আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা আমাকে আর চাননি। তাই আমি সরে এসেছি, পদত্যাগ করেছি। আমার যাঁরা কর্মী আছেন, কেউ মনোবল হারাবেন না। ১৫ আগস্ট এবার সবাইকে ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে শোক পালন করতে হবে। মৌন মিছিল বের করবেন, ফুল দেবেন।”

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের সরকার পতনে আমেরিকার হাত! গুঞ্জনের মাঝেই বিবৃতি আমেরিকার

অন্যদিকে, সোমবার আওয়ামি লিগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, “লোক জড়ো করুন, আর যাই করুন, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি, আপনারা আপনাদের দল পুনর্গঠন করুন। বাংলাদেশে আওয়ামি লিগের অনেক অবদান রয়েছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। রাজনৈতিক দলের মতো থেকে, নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ ভোট দিলে ফিরে আসবেন।” এদিন সাধারণ মানুষের হাতে নিষিদ্ধ ৭.৬২ এমএম রাইফেল পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সকলকে ৭ দিনের মধ্যে অস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ