Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গণ্ডি, ২৪ ঘণ্টায় মৃত ৩৮

এখনও পর্যন্ত মোট ৫ লক্ষ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

Corona virus infection cross 1 lakh in Bangladesh, death toll reaches 1,343
Published by: Soumya Mukherjee
  • Posted:June 18, 2020 3:52 pm
  • Updated:June 18, 2020 3:52 pm

সুকুমার সরকার, ঢাকা: বিশ্বব্যাপী দ্রুত গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৃথিবীতে মোট ৮৪ লক্ষ ১৯ হাজার ৬৩৩ জন মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৭০৫ জনের। আর এর মধ্যে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ছাড়াল এক লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাদিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮০৩ জনের শরীরে করোনা (Corona) ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এর ফলে এখনও পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল এক লক্ষ ২ হাজার ২৯২ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের।

Advertisement

[আরও পড়ুন: এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল]

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে তিন হাজার জনের বেশি করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে  ৫ লক্ষ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Advertisement

[আরও পড়ুন:বাংলাদেশে রেকর্ড গড়ল সংক্রমণ! একদিনেই আক্রান্ত ৪০০৮ জন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ