Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ইউনুসের বাংলাদেশে তালিবানি ফতোয়া! আচমকা বন্ধ ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’

পুলিশের অনুমোদনের পরেও আচমকা বন্ধ নাট্য উৎসব।

Dhaka drama festival was stopped by Bangladesh police
Published by: Kishore Ghosh
  • Posted:February 16, 2025 9:08 pm
  • Updated:February 16, 2025 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ ইউনুসের বাংলাদেশে আগেই বন্ধ হয়েছে লালন স্মরণোৎসব, বসন্ত উৎসব। এবার ‘তালিবানি শাসনে’র আরও এক উদাহরণ—বন্ধ হল ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। শনিবার থেকে ১৪ দিন ধরে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ মহিলা সমিতির প্রেক্ষাগৃহে। এই বিষয়ে নিয়ম মেনে পুলিশ ও অন্যান্য দপ্তরের অনুমোদনও নেওয়া হয়েছিল। যদিও শনিবার সকালে আচমকাই আযোজকদের ফোন করে পুলিশ জানায়, নাট্য উৎসব করা যাবে না। কেন বন্ধ করা হল ঢাকা মহানগরের অন্যতম শিল্প ও সংস্কৃতি উৎসব?

বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ইউনূস সরকারের সমর্থক কিছু মানুষ চাইছেন না নাট্য উৎসব হোক। এই ‘কিছু মানুষ’ জামাত, তৌহিদি জনতার মতো উগ্র মৌলবাদী সংগঠনের সদস্য বলে ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যাদের পরামর্শে চলছে। এদের চোখ রাঙানিতেই অতীতে লালন স্মরণোৎসব বন্ধ হয়েছে। বসন্ত উৎসবের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছে। যেহেতু তা ‘ইসলাম বিরোধী’। ইতিমধ্যে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠী।

Advertisement

উদীচীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ দিনব্যাপী এই নাট্যোৎসবের জন্য গত দুই মাস ধরে ঢাকার ৮৫টি নাট্য দলের কয়েক শো কর্মী অক্লান্ত পরিশ্রম করছিল। গণ–অর্থায়নে সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। উৎসবের উদ্বোধনের আগের দিন মহিলা সমিতির পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়, রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।

এদিকে গতকালই খেলার মাঠ থেকেও মুজিব উৎখাতে নেমেছে ইউনুস সরকার! ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও বদলে দেওয়া হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম হয়েছে জাতীয় স্টেডিয়াম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement