Advertisement
Advertisement

রোহিঙ্গা শিবিরে প্রবেশের চেষ্টা, কক্সবাজারে ৩৯ জন বিদেশি স্বেচ্ছাসেবক আটক

এরা কোন কোন দেশের নাগরিক তা জানা সম্ভব হয়নি।

Foreign NGO workers detained near Cox bazaar Rohingya Camp
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2018 7:14 pm
  • Updated:July 11, 2018 3:04 pm

সুকুমার সরকার, ঢাকা: বিনা অনুমতিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ চেষ্টার অভিযোগে ৩৯ বিদেশিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উখিয়ার মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়। ওয়ার্ক পারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায় আসা এই বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ কর্মরত। তবে এরা কোন কোন দেশের নাগরিক তা জানা সম্ভব হয়নি।

মায়ানমার সেনাবাহিনীর অভিযানে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ক্যাম্প এলাকা ছেড়ে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন সড়ক-উপসড়কে পুলিশ-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ তল্লাশি চৌকি স্থাপন করেছে। তল্লাশি চৌকিতে বেশ কয়েকজন বিদেশির পার্সপোট-সহ বিভিন্ন কাগজপত্র দেখে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে তাদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের উখিয়া থানায় নিয়ে যওেয়া হয়। আটক বিদেশিরা আন্তর্জাতিক সংস্থা-সহ বিভিন্ন বেসরকারি সংস্থায় রোহিঙ্গা ক্যাম্পগুলিতে কর্মরত। তারা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে অবস্থান করলেও কোনও ওয়ার্ক পারমিট নেই। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

Advertisement

কিছুদিন আগে রোহিঙ্গা শরণার্থীদের অত্যাচারের বিবরণ শুনে কেঁদে ফেলেন দুই নোবেলজয়ী। ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও উত্তর আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার। দুই নোবেলজয়ী মহিলা যান বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে। বাংলাদেশ সরকারের তরফে তাদের অভ্যর্থনা দেওয়া হয়। এই দুজন রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর বাংলাদেশে যান ইরানের নোবেল জয়ী মহিলা শিরিন ইবাদি।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ