Advertisement
Advertisement
corona virus

কোয়ারেন্টাইনে অব্যবস্থার অভিযোগ, ইটালি ফেরত প্রবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা ঢাকায়

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাও মোতায়েন করা হয়।

Italy returnees protest, unwilling to stay quarantined
Published by: Soumya Mukherjee
  • Posted:March 15, 2020 2:39 pm
  • Updated:March 15, 2020 2:47 pm

সুকুমার সরকার, ঢাকা: ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে তৈরি কোয়ারেন্টাইনে পর্যাপ্ত সুবিধা নেই। এই অভিযোগে বিক্ষোভ দেখালেন ইতালি ফেরত প্রবাসীদের কয়েকজন। চেঁচামেচি শুরু করেন দেন। এমনকী বাইরে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

শনিবার দুপুর দুটোর সময় ইতালি ফেরত বাংলাদেশি ও তাঁদের আত্মীয়রা অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এই সময় সেখানে কর্তব্যরত পুলিশের সঙ্গে তাঁদের কাটাকাটিও হয়। এই নিয়ে বচসা চলতে চলতে একটা সময় পরিস্থিতি প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। তখন পুলিশ ওই প্রবাসীদের ক্যাম্পের ভিতরে সরিয়ে নিয়ে যায়। তাতেও অবস্থার পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত সেনা মোতায়েন করা হয়।

Advertisement

[আরও পড়ুন: কোয়ারেন্টাইনে না গেলে হবে জেল ও জরিমানা, কড়া নির্দেশ হাসিনা সরকারের ]

 

Advertisement

প্রশাসনের অভিযোগ, পরিবারের অন্য সদস্য ও দেশের মানুষের স্বার্থে বিদেশ থেকে আসা মানুষদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সদ্য ইটালি থেকে আসা ১৪২ জন সেই সরকারি নির্দেশ মেনে চলতে রাজি হয়নি। পরে শারীরিক পরীক্ষার জন্য তাঁদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হতেই চেঁচামেচি শুরু করেন। গন্ডগোল এতটাই হচ্ছিল যে শেষ পর্যন্ত সেনা মোতায়েন করা হয়। তবে দুবাই হয়ে আসা ১৪২ জনের শরীরে প্রাথমিকভাবে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে সমস্ত রকমের পরীক্ষার পর তাঁদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আইইডিসিআর (IEDCR)। শনিবার বিকেলে এদের মধ্যে অনেককে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।

[আরও পড়ুন: করোনার জের, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ সব ধরনের পরিবহণ]

শুক্রবার এপ্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইটালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রেখে তাঁদের পরীক্ষা করাব। দেখব তাঁরা সংক্রামিত কি না। যদি দেখি তাঁরা সকলে সুস্থ আছেন, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এবং সেটা হবে তাঁদের হোম কোয়ারেন্টাইনে রাখা।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ