BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ভ্যালেন্টাইনস ডে-তে শাশুড়িকে নিয়ে পালাল জামাই, আদালতের দ্বারস্থ ‘হতভম্ব’ শ্বশুর

Published by: Monishankar Choudhury |    Posted: February 22, 2023 2:27 pm|    Updated: February 22, 2023 3:40 pm

Man elopes with mother-in-law, father-in-law moves court | Sangbad Pratidin

সুকুমার সরকার, ঢাকা: স্ত্রী পালিয়েছেন জামাইয়ের সঙ্গে। এমন আশ্চর্য ঘটনায় ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়ে আদালতের দ্বারস্থ হলেন শ্বশুর। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দক্ষিণ জনপদ জেলা পটুয়াখালির মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জে।

জানা গিয়েছে, অভিযুক্ত জামাই মহম্মদ সাইদুল ইসলাম (৩৫) মহম্মদ মনসুর হাওলাদারের ছেলে। পাঁচবছর আগে একই গ্রামের হালিম শিকদারের বড় মেয়ের সঙ্গে সাইদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইদুল তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন। শ্বশুর হালিম শিকদার কাজের জন্য প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাড়ির লোকজনের চোখে ধুলো দিয়ে শাশুড়ির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জামাইবাবা সাইদুল।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে জামাইয়ের হাত ধরে ঘর ছাড়েন শাশুড়ি। সেসময় শ্বশুর হালিম শিকদার তাঁর বাবার চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিলেন। ফিরে এসে প্রতিবেশিদের কাছে জানতে পারেন তাঁর স্ত্রী জামাইয়ের হাত ধরে পালিয়ে গিয়েছেন।

[আরও পড়ুন: তিন বছরে ছুটি নেননি একটিও! রেকর্ড বাংলাদেশের রেল গেটের প্রহরী ফাতেমা খাতুনের]

এই ঘটনায় হতভম্ব হালিম বলেন, “বিয়ের পর জামাই সাইদুল আমাদের সঙ্গেই থাকতো। ওদের আট মাসের একটি শিশুকন্যা রয়েছে। আমি মাসে ২০-২৫ দিনেরও বেশি কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকতাম। তখন পরিবারের সবার চোখে ধুলো দিয়ে আমার স্ত্রীর সম্পর্কে জড়ায় জামাই সাইদুল। তাই আমি মামলা করেছি।” এদিকে, মামলাটি এজলাসে এলে বিচারক স্বপনকুমার দাস জামাই ও শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

[আরও পড়ুন: মুখ ঢাকা রবীন্দ্রনাথের ভাস্কর্য বিতর্ক: চাপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের বসানো হল মূর্তি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে