Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে মৃত্যুদণ্ড বহাল ৩ হুজি জঙ্গির

ক্ষমা প্রার্থনায় সাড়া দিলেন না রাষ্ট্রপতি।

Mercy petition rejected, Bangladesh to execute 3 Huji terrorists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 6:46 am
  • Updated:December 16, 2019 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমা প্রার্থনায় সাড়া দিলেন না রাষ্ট্রপতি। অবশেষে ফাঁসির দড়ি গলায় জুটছে কুখ্যাত জঙ্গি নেতা মুফতি হান্নান-সহ তিন হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গির। বাংলাদেশের ওই তিন জঙ্গির ফাঁসি শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রক হয়ে প্রাণভিক্ষার আবেদন নাকচের চিঠি কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছালে ফাঁসির ব্যবস্থা চূড়ান্ত হবে। ওই তিন হুজি জঙ্গির প্রাণভিক্ষার আবেদন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খারিজ করে দিয়েছেন। তাই তাদের ফাঁসিতে আর কোনও বাধা রইল না।

[বাংলাদেশের মৌলভীবাজার শেষ ‘অপারেশন হিটব্যাক’, নিকেশ ৮ জঙ্গি]

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন “মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এখন কারাগার তাদের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিচ্ছে। এ রায় কার্যকর করতে জেলের নিয়ম মতো প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো শেষ করা হচ্ছে। তারপরই ফাঁসি কার্যকর করা হবে।” জেল সূত্রে খবর, সমস্ত আইনি প্রক্রিয়া পূর্ণ হওয়ার পরই জঙ্গিদের ফাঁসির ব্যবস্থা চূড়ান্ত করা হবে।

Advertisement

[‘ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও কেন সামার সারপ্রাইজ অফার দিচ্ছে Jio?’]

গত ১৯ মার্চ প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে হুজি জঙ্গি মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ। হান্নান ও বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ও রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে।

Advertisement

[সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সেনা, নিকেশ ৪ জঙ্গি]

বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলির দমনে কড়া ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে জেএমবি-সহ হুজি ও অন্যান্য জেহাদি সংগঠনগুলিকে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর হাসিনা সরকার। প্রসঙ্গত, দেশজুড়ে চলা জঙ্গিদমন অভিযানে, কয়েকদিন আগেই মৌলভীবাজারে হানা দিয়ে বেশ প্রায় ১৫ জন জেএমবি জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাকর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ