Advertisement
Advertisement
Bangladesh

ফের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দাউদাউ আগুন, ভস্মীভূত ৫০টির বেশি ঘর

বার বার রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ড নিয়ে রহস্য ঘনাচ্ছে।

More than 50 houses burnt at Rohingya camps, Cox's Bazar, Bangladesh | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2023 2:35 pm
  • Updated:December 31, 2023 2:38 pm  

সুকুমার সরকার, ঢাকা: সেনা অভিযানের মুখে পড়ে জীবন বাঁচাতে বাংলাদেশে (Bangladesh) পালিয়ে এসেও শান্তিতে নেই সাধারণ রোহিঙ্গারা (Rohingya)। একদিকে দস্যুবৃত্তিতে বার বার জড়িয়ে পড়ছে তাঁদের নাম, অন্যদিকে তাঁদের শিবিরে যখনতখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দাউদাউ আগুনে পুড়ে গেল ৫০টিরও বেশি ঘর। শনিবার রাত আড়াইটে নাগাদ উখিয়া উপজেলার বালুখালি ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এই আগুন লাগে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন অগ্নিকাণ্ডের (Fire) সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তা নিশ্চিত করেছেন কমিশনার।

উখিয়া দমকল বিভাগের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, “মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ৫০টির বেশি ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আমির জাফর বলেন, “এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়াল, খোঁজ নেওয়া হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]

উল্লেখ্য, এ বছরের ৫ মার্চ একই ক্যাম্পের অন্য একটি ব্লকে আগুন দিয়েছিল দুষ্কৃতীরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা। এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচশোর বেশি আহত হন। পুড়ে গিয়েছিল ১০ হাজারের বেশি ঘর। বছরশেষেও সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বার বার ক্যাম্পগুলিতে এধরনের আগুন নিয়ে রহস্য বাড়ছে আরও।

[আরও পড়ুন:‘মা, আমি কি VIP?’, তৈমুরের অবুঝ প্রশ্নের উত্তরে কী বললেন করিনা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement