Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

অকল্পনীয়! চোখের সামনে নববিবাহিতা স্ত্রীকে ধর্ষিত হতে দেখলেন যুবক, তারপর…

এই অভিজ্ঞতার কথা কখনও ভুলতে পারবেন না যুবক!

Newly Wed Woman raped in Bangladesh, accused evades arrest | Sangbad Pratidin

Published by: Sucheta Sengupta
  • Posted:April 11, 2022 5:13 pm
  • Updated:April 11, 2022 5:14 pm

সুকুমার সরকার, ঢাকা: ফের লজ্জাজনক ঘটনা বাংলাদেশে (Bangladesh)। এবার ধর্ষণের শিকার এক নববধূ। আর তা ঘটে গেল তাঁর স্বামীর সামনেই। এমন ঘটনার সাক্ষী বরিশাল জেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এলাকা। রবিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরতেই স্তব্ধ হয়ে যান যুবক। দেখেন, তাঁর নববিবাহিত স্ত্রীর হাত-মুখ বেঁধে ধর্ষণে (Rape) মেতেছে প্রতিবেশী এক যুবক! তিনি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ধর্ষককে ধরে ফেললেও পরিবারের সদস্যরা এসে ছাড়িয়ে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে।

রবিবার তখন রাত প্রায় ৮ টা। কাজ থেকে বাড়ি ফিরে সৈয়দকাঠি ইউনিয়নের বানারিপাড়া এলাকার বাসিন্দা বছর চব্বিশের যুবকের যা অভিজ্ঞতা হল, তা তিনি বোধহয় ভুলতে পারবেন না কখনও। দেখেন, তাঁর নববধূকে হাত-মুখ বেঁধে ধর্ষণ করছে প্রতিবেশী যুবক! তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ধর্ষকের পরিবারের লোকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই নববধূ রবিবার টিউবওয়েল থেকে জল নিয়ে ঘরে ফিরছিলেন। এমন সময় তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে পাশের বাড়ির যুবক হাসান। ঘরে ঢুকেই নববধূর হাত-মুখ বেঁধে ধর্ষণ করে।

Advertisement

[আরও পড়ুন: ইস্তফা ইমরান-সহ সব PTI সাংসদের, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ]

এমন সময় নববধূর স্বামী কাজ থেকে ঘরে ফিরে স্ত্রীকে ধর্ষণের দৃশ্য দেখতে পান। অভিযুক্ত হাসানকে জাপটে ধরে চিৎকার করেন। কিন্তু ধর্ষণকারীর মা-বোনরা স্বজনরা এসে নববধূর স্বামীকে মারধর করে হাসানকে ছিনিয়ে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগম নববধূকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তার স্বামীকে বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করেন। এ সময় বানারিপাড়া ফেরিঘাটে ধর্ষণকারীর পক্ষের লোকজন তাদের উপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে। বানারিপাড়া থানার ওসি মহম্মদ হেলালউদ্দিন বলেন, ”তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

[আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় নয়া মোড়, স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ