৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বাংলাদেশের ব্যাংকে টাকা নেই! কী বললেন হাসিনা?

Published by: Monishankar Choudhury |    Posted: December 17, 2022 10:14 am|    Updated: December 17, 2022 7:36 pm

Opposition spreading rumour, says Bangladesh PM Sheikh Hasina | Sangbad Pratidin

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের ব্যাংকে টাকা নেই! সম্প্রতি এমটাই অভিযোগ করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই প্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিরোধীদের কড়া তোপ দেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ব্যাংকে টাকা নেই বলে তারা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে।” তিনি দেশবাসীকে অযথা গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, “বাংকে টাকার কোনও ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে নিজের বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে।” বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা না বিএনপি ও জামায়াত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিষহ জীবন- এ দুটির একটিকে দেশবাসীকেই বেছে নিতে বলেন।

[আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেবে জাপান! জল্পনা উসকে দিলেন টোকিওর দূত]

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে হাসিনা বলেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং পশ্চিমের অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে আমাদের মতো উন্নয়নশীল ও আমদানি নির্ভর দেশগুলি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, চিনি, ভুট্টা, ডাল, রাসায়নিক সার-সহ প্রায় সব ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিবহণ খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যে জাহাজ ভাড়া ছিল ৮০০ ডলার তার ভাড়া এখন ৩ হাজার ৮০০ ডলার; যে গম টন প্রতি ২০০ ডলারে পাওয়া যেত, তা ৬০০ ডলারে কিনতে হচ্ছে। আবার নিজস্ব চাহিদা মেটানোর জন্য কোনও কোনও দেশ বিনা নোটিশে পণ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানেই আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে এবং যত দামই হোক, সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) আওয়ামি লিগ সরকার অবৈধ বলে লাগাতার অভিযোগ জানিয়ে যাচ্ছে বিএনপি। ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলটির গণসমাবেশ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। তার দিন তিনেক আগে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন কর্মী নিহত ও পুলিশ-সহ অর্ধশত কর্মী জখম হন। সবমিলিয়ে, দেশটিতে তুঙ্গে শাসক-বিরোধী সংঘাত। 

[আরও পড়ুন: চালু হচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথ, আরও কাছাকাছি ভারত-বাংলাদেশ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে