সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন দেশের রূপকার মহম্মদ ইউনুস! তিনি গড়বেন নতুন বাংলাদেশ! ফ্যাসিবাদ নিপাত গিয়ে নাকি উড়বে গণতন্ত্রের জয়ধ্বজ! এমন হাজারো স্বপ্ন দেখিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বসেছেন মসনদে। তবে বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে। হাসিনা পরবর্তী বাংলাদেশ যে নৈরাজ্য দেখছে তাতে রীতিমতো মোহভঙ্গ হয়েছে ‘বিপ্লবী ছাত্র’দের। হতাশার সুর শোনা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার গলায়।
সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন উমামা। লেখেন, ‘দেশে একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার হচ্ছে। আওয়ামি লিগের পলিসিগুলোই ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে।’ ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইউনুস প্রশাসনকে একহাত নিয়ে তাঁর কটাক্ষ, ‘রাষ্ট্রের কাজ তো ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে যা আওয়ামি লিগের ফিরে আসার জমি তৈরি করবে। আমাদের ভাই-ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে, আওয়ামি লিগ কি প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমণ্ডি ৩২ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে।’
উল্লেখ্য, হাসিনা পরবর্তী বাংলাদেশে চরম নির্যাতনের শিকার হচ্ছে হিন্দুরা। সংখ্যালঘুদের সুরক্ষা না দিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতেই ব্যস্ত প্রধান উপদেষ্টা ইউনুস ও তাঁর সঙ্গীরা। গোটা দেশে স্বৈরাচার কায়েম করেছে ইসলামি মৌলবাদীরা। মুজিব মুছতে, মুক্তিযুদ্ধের ইতিহাস সাফ করে দিতে বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে তথাকথিত বিপ্লবীরা। তাৎপর্যপূর্ণ ভাবে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও গোড়া থেকেই নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস। তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনও সুস্পষ্ট সময় জানাতে পারেনি তিনি। ফলে গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে বারবার। দেশের পরিস্থিতি ঠিক করার জন্য ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ভারতও দ্রুত ভোটের দাবি জানাচ্ছে। তাই আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে ইউনুসের উপর। একইসঙ্গে ভারত থেকে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে লাগাতার বার্তা দিচ্ছেন লিগ নেত্রী তথা মুজিবকন্যা শেখ হাসিনা। গাজীপুরের মতো জায়গায় লিগ নেতার বাড়ি ভাঙতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইউনুসের হার্মাদ বাহিনী। সবমিলিয়ে, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফুরিয়ে যাননি বলেই মত বিশ্লেষকদের। সে দেশে যে নৈরাজ্য চলছে তাতে আওয়ামি লিগের প্রত্যাবর্তন আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.