Advertisement
Advertisement

Breaking News

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগজনক রিপোর্ট রেডক্রসের, চিন্তায় বাংলাদেশ

আরও জটিল হয়ে উঠল পরিস্থিতি।   

Red Cross report on Rohingyas worries Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 6:42 pm
  • Updated:July 11, 2018 2:46 pm

সুকুমার সরকার, ঢাকা: আরও অনিশ্চিত রোহিঙ্গাদের দেশে ফেরা। রাখাইনে এখনও শরণার্থীদের ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এমনটাই দাবি আন্তর্জাতিক রেডক্রস কমিটির। মায়ানমারের বেশ কিছুদিন পরিস্থিতি খতিয়ে দেখার পর এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

[জাকির নায়েকের ভারতে ফেরা নিয়ে বিভ্রান্তি, জল্পনা অস্বীকার বিতর্কিত ধর্ম প্রচারকের]

Advertisement

গত সপ্তাহে মায়ানমার থেকে বাংলাদেশে সফরে আসেন রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। ইতিমধ্যেই কক্সবাজার জেলায়  শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তিনি। কথা বলেছেন বেশ কয়েকজন উদ্বাস্তুর সঙ্গে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শরণার্থীদের দুর্দশা লাঘবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত কিছুর পরও সংকট সমাধানে আরও সময় লাগবে। শুধু মানবিক সহায়তায় রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে না। উদ্বাস্তুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন।”

Advertisement

জানা গিয়েছে, মাউরার বয়ানে রীতিমতো উদ্বিগ্ন ঢাকা। প্রায় ১০ লক্ষ শরণার্থীর ভারে প্রবল চাপে রয়েছে দেশটির অর্থনীতি। তাই দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাইছে হাসিনা সরকার। মায়ানমারকে চাপে রাখতে আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপও দাবি করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। ইতিমধ্যে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তিও স্বাক্ষর করেছে দুই দেশ। তবে কগজে-কলমে সব হলেও, দেশে ফিরতে পারছেন না শরণার্থীরা। আইনি জটিলতার বাহানায় উদ্বাস্তুদের ফেরত নিচ্ছে না নাইপিদাও। এমনই পরিস্থিতিতে রেডক্রসের রিপোর্টে আরও জটিল হয়ে উঠল পরিস্থিতি।

[বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বেড়ে ১১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ