Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশে সন্ত্রাস কমাতে সাহিত্যচর্চাতেই ভরসা, একুশের বইমেলা উদ্বোধনে বললেন হাসিনা

মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Terrorism will go down as Literature practice increase, says Bangladesh PM Sheikh Hasina। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 2, 2023 2:14 pm
  • Updated:February 2, 2023 2:14 pm

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলা সাহিত্যের মাধুর্য বিদেশিদের কাছে তুলে ধরতে আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী হওয়ার পরামর্শ দিয়ে হাসিনা বলেছেন, ‘‘সাহিত্য ও সংস্কৃতির চর্চা যত বাড়বে নতুন প্রজন্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তত দূরে থাকবে।’’

তাঁকে বলতে শোনা যায়, ‘‘তরুণ প্রজন্মকে যত বেশি সাহিত্যের দিকে আনতে পারব, খেলাধুলো ও সংস্কৃতির দিকে আনা যাবে, তারা ততটা সৃজনশীল হবে। মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। তিনি বলেছেন, আমাদের সাহিত্যের আলাদা একটা মাধুর্য আছে। আমাদের দেশের নদী-নালা, বন, পাখির ডাক সব কিছুর মধ্যেই আলাদা সুর আছে, ছন্দ আছে। বিদেশিরা আমাদের ভাষা সম্পর্কে আরও জানতে পারুক সেটাই আমরা চাই।’’

Advertisement

[আরও পড়ুন: পান খেলেই মাথা থেকে বেরচ্ছে ধোঁয়া! বাংলাদেশের ‘ধোঁয়া মানব’কে দেখতে উপচে পড়া ভিড়]

Advertisement

বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশের মাসব্যাপী বইমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘পাকিস্তানি শাসকরা আমাদের উপর উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল। এর প্রতিবাদে ১৯৪৮ সালে ২ মার্চ সলিমউল্লাহ মুসলিম হলে সংগ্রাম শুরু হয়েছিল। একটা বিজাতীয় ভাষা, আবার সেটাকে যখন প্রতিবাদ করা হলো তখন বাংলা ভাষাকে আরবি বা উর্দু হরফে লেখার বাধ্যবাধকতা দেওয়া হল। সেই অধ্যায় আমাদের দেখতে হয়েছে। আবার পরবর্তীকালে বলা হলো ল্যাটিন হরফে লিখতে হবে। বাঙালি কোনওটাই মানেনি। আমরা সেটা নিয়ে এগিয়ে যাচ্ছি, সেটা নিয়ে এগিয়ে যাব।’’

বইমেলার প্রথম দিনে ‘শেখ মুজিবুর রহমান রচনাবলী’, ‘অসমাপ্ত আত্মজীবনী-পাঠ বিশ্লেষণ’, ‘আমার দেখা নয়াচীন-পাঠ বিশ্লেষণ’, ‘কারাগারের রোজনামচা-পাঠ বিশ্লেষণ’, হাসান আজিজুল হকের ‘সাবিত্রী উপাখ্যান’-এর ইংরেজি অনুবাদ ‘দ্য লেটার অব সাবিত্রী’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তর করে সুরাবর্দী উদ্যানের গ্রন্থ-উন্মোচন অংশের কাছাকাছি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

[আরও পড়ুন: আদানি ইস্যুতে মুলতুবি সংসদ, যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে বিক্ষোভ বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ