Advertisement
Advertisement
Howrah

নৈহাটির বাসিন্দার খুনে জড়িত পূর্বপরিচিত! দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ১

বাকিদের খোঁজে পুলিশ।

1 arrested for murder of Howrah biscuit factory worker

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 21, 2025 5:12 pm
  • Updated:June 21, 2025 6:52 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ার বিস্কুট কারখানার কর্মী নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র খুনে গ্রেপ্তার ১। ধৃতের নাম অভিষেক সোনকার। তিনি হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা।অভিষেককে আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্ত অনিমেষের পূর্বপরিচিত বলে সূত্র মারফত খবর। ঘটনায় দুই অজ্ঞাতপরিচিত ব্যক্তির খোঁজে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিষেকের কাছে মাঝেমধ্যেই কোম্পানির কাজেই যেতেন অনিমেষ। নিখোঁজ হওয়ার আগে অবনি মলের কাছে কাজিপাড়া এলাকায় শেষবার দেখা যায়  অনিমেষকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে। সেখানে দেখা  গিয়েছে, দুই যুবকের মাঝে একটি বাইকে বসে অনিমেষ। সেখানেই দাঁড়িয়ে অভিষেক। একটু পরেই বাইকে বেরিয়ে যেতে দেখা যায়।

অভিষেককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, অনিমেষকে ওই অজ্ঞাতপরিচিত ব্যক্তির বাইকে উঠতে বলেন অভিষেকই। এরপরই তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান অনিমেষকে অপহরণ করে খুনের পিছনে হাত রয়েছে অভিষেকের।

উল্লেখ্য, শুক্রবার সকালে বোলপুরের শিবতলায় এক যুবকের মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। বোলপুর পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে খুন করে এলাকায় ফেলে দেওয়া হয়েছে। খোঁজখবর শুরু হতে জানা যায় যুবকের নাম অনিমেষ মিত্র। বয়স ৪৫ বছর। যুবক নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকার বাসিন্দা। হাওড়ার একটি বিস্কুট কারখানায় কর্মরত ছিলেন। অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ করতেন। বৃহস্পতিবার কাজেও যান। কিন্তু তারপর থেকেই নিঁখোজ হয়ে যান তিনি। পরে দেহ উদ্ধার হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement