BREAKING NEWS

১২ জ্যৈষ্ঠ  ১৪২৯  রবিবার ২৯ মে ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

সুন্দরবনে বাঘ নিগ্রহে ধৃত ১২, সেলফির অত্যাচারে বীরভূমে মৃত পাইথন

Published by: Sangbad Pratidin Digital |    Posted: July 5, 2018 1:14 pm|    Updated: July 5, 2018 1:14 pm

12 held for attacking Royal Bengal tiger, python killed in Birbhum

নন্দন দত্ত ও দেবব্রত মণ্ডল: বীরভূমে পাইথনকে খুঁচিয়ে মারল স্থানীয়রা৷ গলায় মৃত পাইথনের দেহ ঝুলিয়ে চলল দেদার সেলফি৷

বুধবার বীরভূমের কাঁকড়তলা খয়রাসোল ব্লকে বাবুইজোড় গ্রামের হিংল নদী থেকে একটি পূর্ণবয়স্ক পাইথন উদ্ধার করেন স্থানীয়রা৷ গ্রামে সাপ উদ্ধারের ঘটনায় মুহূর্তেই হুড়োহুড়ি পড়ে যায়৷ শুরু হয় সেলফির নেওয়ার পালা৷ সাপ দেখতে গিয়েছে উৎসাহী জনতা বাঁশ-লাঠি দিয়ে খোঁচাতে থাকে৷ ক্রমাগত বাঁশের খোঁচা ও সেলফি নেওয়ার অত্যাচারে নিস্তেজ হয়ে পড়ে পাইথনটি৷ সাপ নিস্তেজ হতেই আরও এক দফায় চলে সেলফির পালা৷ সাপটি নড়ছে না দেখে ফের বাঁশ দিয়ে শুরু হয় খোঁচানো৷ প্রায় দু’তিন ঘণ্টা এভাবে চলার পর ঘটনাস্থলে যায় খয়রাসোল রেঞ্জের বনদপ্তরের কর্মীরা৷ স্থানীয়দের অত্যাচারে নিস্তেজ পাইথনটি উদ্ধার করেন কর্মীরা৷ বস্তাবন্দি করার আগেই মৃত্যু হয় পাইথনের৷ এদিনের এই ঘটনা প্রসঙ্গে বনাধিকারিক হরি কৃষ্ণন জানান, সাপ উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বনদপ্তরের কর্মীরা৷ কিন্তু, সাপটি বস্তাবব্দি করার আগেই মৃত্যু হয়৷ কি কারণে ওই সাপটির মৃত্যু হল? কে বা কারা সাপটিকে হেনস্তা করল তা খতিয়ে দেখতে বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করবে বলেও জানান তিনি৷

[স্বপ্নভঙ্গ সৌদিতে! নির্মাণকাজের বদলে মরুভূমিতে ভেড়া চড়াচ্ছেন গলসির যুবক]

অন্যদিকে, সুন্দরবনের রায়মঙ্গল নদীতে বাঘ হেনস্তার ঘটনায় ভিডিওটি দেখে অভিযুক্ত ১২ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ৷ গত সপ্তাহেই পুলিশের তরফে অভিযুক্ত ট্রলারের সন্ধান শুরু করে পুলিশ৷ ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাঁদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর৷ অভিযোগ, ধৃতরাই নদী সাঁতরে পাড় হওয়া বাঘের উপর হামলা চালায়৷

[সুকনার সেনা ঘাঁটিতে পা লালফৌজের প্রতিনিধিদের, বৃহস্পতিবার আসছেন কলকাতায়]

সম্প্রতি, সুন্দরবন কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন বনদপ্তর৷ আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ সুন্দরবনের হলদিবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ১২ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা দায়ের পর আজই ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে