Advertisement
Advertisement

Breaking News

ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত

অভিযোগ দু’জনকে গলা কেটে খুন করেছে দুষ্কৃতীরাই৷

 2 Bengali labour is killed in Assam
Published by: Tanujit Das
  • Posted:February 10, 2019 12:22 pm
  • Updated:February 10, 2019 2:03 pm

সৈকত মাইতি: আবারও অসমে খুন দুই বাঙালি৷ গলা কেটে খুন করা হয়েছে তাঁদের৷ হাত কেটে নেওয়া হয়েছে আরও দু’জনের৷ মৃতদের একজনের নাম হামিদুল ইসলাম, বয়স ২৮৷ মৃত দু’জনই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাসিন্দা বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ৷ অনুমান করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই দু’জনকে খুন করেছে দুষ্কৃতীরা৷

[কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন ]

Advertisement

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অসমের তিনসুকিয়ার দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল সাত-আটজন শ্রমিকের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন মৃত দুই শ্রমিক৷ সেখানে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন এঁরা৷ থাকতেন একটি বাড়ি ভাড়া নিয়ে৷ সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের ঝামেলাও হয়৷ সম্ভবত টাকা-পয়সা নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়৷ এরপর গতকাল অর্থাৎ শনিবার হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ গলা কেটে খুন করা হয় হামিদুল ইসলাম ও আরও একজনকে৷ বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দু’জনের৷ রবিবার সকালে দুমদুমা থানা থেকে এই খুনের খবর জানানো হয় পাঁশকুড়া থানায়৷ এরপরই খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে৷ শোকে ভেঙে পড়ে তাঁদের পরিবার৷ অসমের প্রশাসনের সহায়তায় দ্রুত মৃতদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা শুরু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে দুমদুমা থানার পুলিশ৷

Advertisement

[বিধায়ক খুনে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর, সাসপেন্ড থানার ওসি ও দেহরক্ষী]

প্রসঙ্গত, গত বছর অসমের তিনসুকিয়াতেই খুন করা হয় পাঁচ বাঙালিকে। নগরপঞ্জি নিয়ে বিতর্কের মাঝে ওই পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম থেকে এ রাজ্য। মৃতদের নাম ছিল, শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস,সুবল দাস ও ধনাই নমশূদ্র। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দায় সরব হন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ ঘটনার প্রতিবাদে অসমে বিক্ষোভ দেখাতে যায় তৃণমূলে একটি প্রতিনিধি দল৷ কিন্তু বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হয়৷ ওই খুনের ঘটনার সঙ্গে আলফা জঙ্গিদের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়। যদিও দায় অস্বীকার করে আলফা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ