Advertisement
Advertisement

Breaking News

Durgapur

আগুন জ্বালিয়ে ঘুমনোই কাল! দুর্গাপুরের বন্ধ কারখানায় মৃত্যু ভিনরাজ্যের দুই শ্রমিকের

কারখানা বন্ধ হয়ে গেলেও বকেয়া বেতনের আশায় বন্ধ কারখানায় রয়েছেন শ্রমিকরা।

2 bodies found inside closed mill in Durgapur
Published by: Paramita Paul
  • Posted:January 19, 2025 10:47 am
  • Updated:January 19, 2025 10:47 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বন্ধ কারখানার ভিতরের শ্রমিক আবাসন থেকে উদ্ধার ভিন রাজ্যের দুই শ্রমিকের দেহ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায়। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বদ্ধ ঘরে আগুন জ্বালিয়ে ঘুমনোর ফলেই এই অঘটন। রবিবার ভোরে দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান, বদ্ধ ঘরে শ্বাসকষ্টের দরুণ মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশের দাবি। মৃত দুজন ৪৭ বছরের ত্রিভুবন ঠাকুর এবং ৪৯ বছরের জ্ঞানী ভার্মা নামে দুই শ্রমিক। উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা।

Advertisement
খবর পেয়ে পৌঁছে গিয়েছে কাঁকসা থানার পুলিশ। ছবি: উদয়ন গুহ

৮ অক্টোবর থেকে কারখানার বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবু তিনমাসের বকেয়া বেতনের আশায় কারখানার ভিতরের শ্রমিক আবাসনে এখনও প্রায় ৫০ জন ঠিকাকর্মী রয়ে গিয়েছেন। শনিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের ভিতরে কয়লার আগুন জ্বালিয়ে ছিলেন ত্রিভুবন ও জ্ঞানী। এর ফলে বন্ধ ঘরে কার্বন মনোক্সাইড গ্যাসে দমবদ্ধ হয়ে মৃত্যু হয় এই দুজনের। এদিন সকালে দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় যিনি এই কারখানায় কাজ করতেন তিনি তাঁদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরের ভিতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তর জন্য পাঠায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement