Advertisement
Advertisement
Hooghly

২ কোটি টাকায় চিনে তক্ষক পাচারের ছক বানচাল! গ্রেপ্তার রিষড়ার দম্পতি-সহ ৪

তক্ষক উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে।

2 gecko recovered from Rishna, four people arrested | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 14, 2023 4:09 pm
  • Updated:June 14, 2023 4:09 pm

সুমন করাতি, হুগলি: পাচারের ছক বানচাল। তক্ষক পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের জালে হুগলির রিষড়ার এক দম্পতি-সহ ৪। তক্ষক উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে।

জানা গিয়েছে, গোপন সূত্র মারফত তক্ষক কেনাবেচার খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা রিষড়া থানার সহযোগিতায় রিষড়া রেলপার্ক থেকে সঞ্জয় ও কাকলি দাস নামে এক দম্পতিকে আটক করে। তাঁদের জেরা করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তাঁদের কাছে মেলে একটি তক্ষকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সঞ্জয়ের দিদি নিপু মোদক ও তাঁর বন্ধু বাবলু ঘোষের কথা। তাঁদের কাছ থেকেও একটি তক্ষক উদ্ধার হয়।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন দিতে যাওয়া গাড়িতে বোমা! ইন্দাসে গ্রেপ্তার ৮ বিজেপি কর্মী, পালটা আক্রান্ত পুলিশও]

জানা গিয়েছে, কাকলির কর্মসূত্রে বেলুরমঠে যাতায়াত ছিল। সেখানে জনৈক সন্তু তক্ষকের চোরা কারবারির খোঁজ দেয়। এরপর থেকে তিনি এই লাইনে পা বাড়ান। পুলিশ জানিয়েছে, উ: ২৪ পরগনার বারাসাতের বেড়াচাঁপা থেকে ওই দুটি তক্ষক দু’লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন ধৃতরা। উদ্দেশ্য ছিল চোরা পথে চিনে পৌঁছে দেওয়া। তাহলেই হাতে আসত ২ কোটি টাকা। কিন্তু তা আর হল না। বুধবার চারজনকেই শ্রীরামপুর আদালতে তোলা হবে।

Advertisement

[আরও পড়ুন: WB Panchayat Election: মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ক্যানিং-ভাঙড়, DM ও SP-কে ফোন রাজীব সিনহার, তলব রিপোর্টও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ