সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের ফায়ারিং ট্রেনিংয়ের পর পড়েছিল আগ্নেয়াস্ত্র। ফেলে যাওয়া কাঁদানে গ্যাসের সেল, বোমা কুড়িয়ে নিয়ে খেলতে গিয়ে চরম বিপত্তি! তা ফেটে জখম দুই কিশোর। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া, স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক চালানো, বোমা নিষ্ক্রিয়করণ-সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় জুনিয়র পুলিশ কর্মীদের। তবে ট্রেনিংয়ের পর বেশ কিছু আগ্নেয়াস্ত্র সেখানেই পড়েছিল। পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরে সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক ছাত্র। পড়ে থাকা একটি বস্তু সে তার বন্ধু বছর পনেরোর সাহেব গাজির কাছে নিয়ে যায়। জিনিসটি কী তা দেখার সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয় দুজন।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। গ্রামবাসীরা আহত অবস্থায় দুজনকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দশ বছরের ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর একাধিক প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। ট্রেনিং শেষের পর পুলিশ কী করে ওই দাহ্য আগ্নেয়াস্ত্র মাঠে ফেলে গেল? ফেলে দেওয়া সেল এত সহজে ফাটল কী করে, সেই প্রশ্নও উঠছে। পুলিশের গাফিলতির বিষয়টি নিয়েও সরব স্থানীয়রা। শনিবার সকালেও একাধিক বস্তু পড়ে থাকতে দেখা গিয়েছে ওই মাঠে। তারপরই প্রায় শতাধিক পুলিশকর্মী সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করেন। আর কোনও বিস্ফোরক আছে কি না, তা ভালো করে খতিয়ে দেখেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.