Advertisement
Advertisement

Breaking News

দুটি বাসের রেষারেষি, কোচবিহারে দুর্ঘটনায় জখম ২০

চালকের অবস্থা গুরুতর।

20 passengers injured in an accident
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 11, 2018 9:59 am
  • Updated:November 11, 2018 9:59 am

বিক্রম রায়, কোচবিহার: একই রুটের দু’টি বাসের রেষারেষি। একটি বাস উলটে আহত ২০ জন যাত্রী। রবিবার সাতসকালে দুর্ঘটনা ঘটল কোচবিহার শহরে। আহতরা ভরতি এমজেএন হাসপাতালে। চালকের অবস্থা গুরুতর।

[বন্দুকধারী সঙ্গীর সঙ্গে শাসকদলের যুবনেতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]

Advertisement

রবিবার সকালে কোচবিহারের তুফানগঞ্জ থেকে মাথাভাঙা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। তার উপর কোচবিহার শহরে ঢোকার পর থেকেই মাথাভাঙাগামী অন্য একটি বাসের সঙ্গে রীতিমতো রেষারেষি করছিলেন চালক। ফলে যা হওয়ার, তাই হয়েছে। কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি লাগোয়া এলাকায় ওই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। পোস্টে ধাক্কা মেরে উলটে যায় বাসটি। দুর্ঘটনায় চালক-সহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শহরের এমজেএন হাসপাতালে। চালকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা প্রশাসন, পুলিশ ও দমকলের আধিকারিকরাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বেশ পুরানো। টাওয়ারের অবস্থা ভাল নয়। বিপদ বুঝে ব্রেক কষার চেষ্টা করেছিলেন চালক। কিন্তু, টায়ারের বেহাল দশার কারণেই বাসটিকে থামানো যায়নি।

Advertisement

জেলা তো বটেই, খাস কলকাতায় বেসরকারি বাসের রেষারেষি নতুন নয়। দুর্ঘটনাও ঘটে। কিন্তু, কেন রেষারেষি করেন বেসরকারি বাসের চালক? সরকারি বাসের চালক ও কডাক্টররা মাসে মাসে মাইনে পান। কিন্তু, বেসরকারি বাসের ক্ষেত্রে সেই সুবিধা নেই। যাত্রী সংখ্যার নিরিখে কমিশন দেওয়া হয় বাসের চালক ও কডাক্টরদের। যত বেশি যাত্রী উঠবে, তত বেশি কমিশন মিলবে। তাই অতিরিক্ত যাত্রী পাওয়ার আশায় একই রুটের বিভিন্ন বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলে।

[ ভুয়ো পাণ্ডা রুখতে এবার কঠোর পদক্ষেপ তারাপীঠ মন্দির কমিটির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ