Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

সুস্থ হচ্ছে বাংলা! আড়াই হাজারের নিচে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

কমছে মৃত্যু।

2486 fressh Corona positive cases registered in West bengal within 24 hours । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 19, 2021 6:59 pm
  • Updated:June 19, 2021 7:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  করোনা (Corona Virus) যুদ্ধে এগোচ্ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের নিচে নামল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমল মৃত্যুও। তবে শুক্রবারের তুলনায় সামান্য কমল সুস্থতাও। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,৪৮৬ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২, ১০৯ জন।  বর্তমানে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশ। 

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের পালটা! অল্প ব্যবধানে হারা আসনে পুনর্গণনা চেয়ে আদালতে যাবে বিজেপিও]

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এদিন বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৭৯ হাজার ৫২৩ জন। তাঁদের মধ্যে মাত্র ২৩ হাজার ১৩ জন চিকিৎসাধীন। বাকি ১৪ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আর এই পরিসংখ্যানই প্রশাসন ও চিকিৎসক মহলকে খানিকটা স্বস্তি দিচ্ছে। 

Advertisement

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। সেখানে একদিনে কোভুিড সংক্রমিত হয়েছেন ৩৬৪ জন।  জনবহুল এই জেলার  সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে প্রশাসন। এই সংক্রমণে শৃঙ্খল ভাঙতে কনটেনমেন্ট জোনে কড়া বিধিনিষেধ চালুর পরামর্শ দিয়েছে নবান্ন।  এদিকে দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে কলকাতা (২১৭)।  অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং (২৩৬), জলপাইগুড়ি (২০২) জেলার সংক্রমণও চিন্তা বাড়াচ্ছে। তবে নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় দৈনিক সংক্রমণ এখনও ১০০-র উপরেই রয়েছে। 

সরকারি পরিসংখ্যান বলছে. উত্তর ২৪ পরগনায়া ১০ জন ও কলকাতায় ৯ জনের মৃত্যু হয়েছে। ফলে গোটা রাজ্যে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৯৫জন। উল্লেখ্য, করোনার শৃঙ্খল ভাঙতে পরীক্ষার উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। সেই পরামর্শ মেনে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ১১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

[আরও পড়ুন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে মরিয়া BJP সাংসদ, কী বলছে TMC?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ